শেষ আপডেট: 14th December 2024 06:50
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় হোসে মলিনার মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (১৪ ডিসেম্বর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তারা কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামবে।
এই ম্যাচে খেলতে নামার আগে মেরিনার্সদের আত্মবিশ্বাস যে অনেকটাই উপরের দিকে থাকবে, তা বলাই বাহুল্য। কারণ গত তিনটে ম্যাচে জয়লাভ করেছে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু, দুটো ম্যাচের মধ্যে সময় এতটাই কম পাওয়া যাচ্ছে, যা মলিনার কপালে চিন্তার ভাঁজ আরও গভীরতর করছে। আশা করা হচ্ছে, এই ম্যাচে জেমি ম্যাকলারেনের পরিবর্তে কামিন্সকে দলের প্রথম একাদশে দেখতে পাওয়া যাবে।
এই ব্যাপারে মলিনাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'গেম প্ল্যানের কথা মাথায় রেখে আমি সেরা একাদশই মাঠে নামানোর চেষ্টা করি। এই কাজটা আমি খুব ভালই পারি। আগামী ম্যাচে কামিন্সকে নিশ্চিতভাবেই প্রথম একাদশে রাখা যেতে পারে। ওর মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। আমাদের দলের অন্যতম সেরা ফুটবলার।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'তবে এই ব্যাপারটা আমাকে চিন্তা করতে হবে। দলের প্রথম একাদশে আমি চারজনই বিদেশি রাখতে পারব। গত কয়েকটা ম্যাচেই শুরু করেছে ম্যাকলারেন। আর পরেরদিকে মাঠে নেমে স্কোর করেছে কামিন্স। এই কম্বিনেশন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে পরিবর্তন করা হতে পারে।'