শেষ আপডেট: 24th November 2024 11:30
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট শীর্ষস্থান দখল করেছে। কিন্তু, এই সাফল্যের পরও মেরিনার্সদের আত্মতুষ্ট হতে নিষেধ করলেন দলের হেড কোচ হোসে মলিনা। শনিবার (২৩ নভেম্বর) জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৩-০ গোলে জয়লাভ করেছে মোহনবাগান। তার থেকেও বড় কথা, শেষ পাঁচটা ম্যাচে তারা অপরাজিত থেকেছে।
কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে দুর্দান্ত পারফরম্য়ান্স করল মোহনবাগান সুপার জায়ান্ট। দলকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে যাওয়ার পিছনে টম অলড্রেড, লিস্টন কোলাসো এবং জেমি ম্য়াকলারেনের ভূমিকা অনস্বীকার্য।
বাগানের এই স্প্যানিশ কোচ মনেপ্রাণে বিশ্বাস করেন এটা দলগত সাফল্য। কঠোর অনুশীলনের কারণেই এই জয় সম্ভব হয়েছে।
ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'দলের প্রত্যেক ফুটবলারই খুব ভাল পারফরম্যান্স করেছে। আমি খুব খুশি। তবে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কারণ, আমাদের এখনও অনেকটা রাস্তা এগোতে হবে। এখনই আত্মতুষ্ট হলে চলবে না।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা সবসময় কঠোর পরিশ্রম করতে ভালবাসি। সেকারণে গোল যেমন করতে পারি, তেমন ডিফেন্ডও করতে পারি। যদি ক্লিনশিট বজায় রাখার পাশাপাশি আমরা গোল করতে পারি, তাহলেই ম্য়াচ জিততে পারব। আর সেকারণেই আমরা আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছি।'