মোহনবাগান আইএসএলের লিগ শিল্ড চ্যাম্পিয়ন - দা ওয়াল ফাইল ।
শেষ আপডেট: 15th April 2024 23:50
দা ওয়াল ব্যুরো: অনেকদিনের স্বপ্ন পূরন করল মোহনবাগান। গতবার তারা জামশেদপুর এফ সির কাছে হেরে লিগ শিল্ড পায়নি। এবার আর ভুল করল না বাগান। প্রতিপক্ষ মুম্বইকে ঘরের মাঠে যুবভারতীতে ২-১ গোলে হারাল সবুজ মেরুন দল।
মোহনবাগানের পক্ষে গোল করেছেন লিস্টন ও জেসন কামিন্স। লিস্টন দলের পক্ষে প্রথম গোল করেন ২৮ মিনিটে। কামিন্স ব্যবধান বাড়ান ৮০ মিনিটে।
শেষ দিকে ডিফেন্স করতে গিয়ে বাগান এক গোল হজম করে। এই ম্যাচে মুম্বই এর ড্র করলেই চলত। কিন্তু জিততে হতো হাবাসের দলকে। সেটা হওয়ার পরে সবুজ মেরুন দল উচ্ছ্বাসে গা ভাসিয়ে দেয়।
মোহনবাগান ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেল। তারা এবার চ্যাম্পিয়ন্স লিগ খেলারও সুযোগ পেয়ে গেল।
সোমবার ঘরের ম্যাচে বাগান শুরু থেকেই আধিপত্য রেখে খেলেছে। তারা বন্যার জলের মতো আক্রমণে গিয়েছে। কোচ হাবাস দলকে সাজান ৩-৪-২-১ ছকে। এতেই ম্যাচে ফারাক হয়ে গিয়েছে।
কোচ হাবাস যে এদিন ছাড়ার পাত্র নন, সেটি বারবার বোঝা গিয়েছে। তিনি রেফারির সঙ্গে তর্ক জুড়েছেন। আবার দলের ফুটবলারদের বুঝিয়ে দিয়েছেন খেলার কৌশল।
বাগান এদিন কিছু গোলের সুযোগ মিস করে। না হলে আরও আগেই খেলার ফয়সালা হয়ে যেত। শুধু তাই নয় মুম্বই দলকে কখনও মাথায় উঠতে দেয়নি। তবে শেষদিকে মুম্বইয়ের হয়ে ছাঙতে গোল দেন। আর লাল কার্ড দেখেন ব্র্যান্ডন হামিল।
দলের এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে এদিন প্রায় ৫০ হাজারের বেশি সমর্থক মাঠে এসেছিলেন। সবথেকে বড় কথা ঘরের মাঠে হারব না, এই হিসেবে কোচ হাবাস শুরু থেকে নামান দলের তিন গোলগেটারকে। সাদিকু, দিমিত্রি ও মনবীর শুরু থেকে গোলের জন্য ঝাঁপান। কামিন্স নামেন বদলি হিসেবে।