শেষ আপডেট: 8th August 2024 18:46
দ্য ওয়াল ব্যুরো: ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ আগামী রবিবার। তার আগে ভারতীয় বায়ুসেনাকে ৬-০ গোলে হারাল মোহনবাগান। ম্যাচে দলের নামী বিদেশি জেসন কামিন্স জোড়া গোল করেছেন। বাকি গোলগুলি করেন লিস্টন কোলাসো, অবিনাশ থাপা, আলফ্রেডরা।
এই ম্যাচটি যুবভারতীতে দেখতে এসেছিলেন ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাত। তিনি দেখে গেলেন ডার্বি ম্যাচ জিততে গেলে তাঁর দলকে ঘাম ঝরাতে হবে। এদিন সবুজ মেরুন দল দারুণ ছন্দময় ফুটবল খেলেছে। মাঝমাঠে এত পাসিং ফুটবল খেলেছে যে বিপক্ষ দল নাগালই পায়নি।
খেলার চার মিনিটের মধ্যে কামিন্স গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। গোলের সেই শুরু। বিরতিতে মোহনবাগান তিন গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হয়েছে। এই ম্যাচে বাগানের তারকারা নিজেদের জাত চিনিয়েছেন। গ্যালারিতে সমর্থকদের মনে অবশ্য দোলাচল। তাঁরা মনে করছেন, এই ম্যাচেই যদি ছ’গোল হয়, তা হলে ডার্বিতে কী হবে! সেদিন ‘ল অব অ্যাভারেজ’ খেটে গেলে দল সমস্যায় পড়তে পারত।
ম্যাচের ১০ মিনিটে আলফ্রেড দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন। লিস্টনের পাস থেকে আসল কাজ সারেন এই বিদেশি। ৩৮ মিনিটে লিস্টন গোলটি করেন সাহালের পাস থেকে। এদিন মাঠে নেমেই তিন মিনিটের মধ্যে গোল করেন অবিনাশ থাপা। তাঁর গোলটি বিশ্বমানের।
এই ম্যাচে কামিন্স বোঝালেন তাঁর দলের হয়ে দ্বিতীয় মরশুমও ভাল হতে চলেছে। তিনি যেভাবে গোলের জায়গা করে আসল কাজ সেরেছেন, সেই নিয়ে সমর্থকরা উচ্ছ্বসিত। দলের হয়ে শেষ গোলটি করেন গ্রেগ স্টুয়ার্ট, তাঁর গোলের ক্ষেত্রেও সোনার পাস কামিন্সের। কোচ হোসে মোলিনার দলে এদিন জিমি ছিলেন না, তাতেও কোনও সমস্যা হয়নি।