শেষ আপডেট: 18th January 2025 19:39
শনিবার (১৮ জানুয়ারি) মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়েছিল। দুপুর তিনটে নাগাদ এই বার্ষিক সাধারণ সভা শুরু হয়। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাগান সদস্যরা একে অপরের সঙ্গে মৌখিক বচসা থেকে হাতাহাতি পর্যন্ত শুরু করে দেন। বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। কেমন এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হল, আসুন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত, এই বৈঠকে সাংবাদিক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু বাগানের নির্বাচনের পক্ষে সওয়াল করতে শুরু করেছিলেন। এই মন্তব্যের পালটা জবাব দেন বাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকী ক্লাবের বার্ষিক সাধারণ সভায় চেয়ার তুলেও মারামারি শুরু হয়ে যায়।
মুহূর্তের মধ্যে সমর্থকরা হুড়োহুড়ি শুরু করে দেন। অনেকে তো আবার দৌড়ে তাঁবুর বাইরেও চলে আসেন। একজন সমর্থক আবার বললেন, 'চেয়ার দিয়ে মেম্বারদের মারামারি হচ্ছে। এমন দৃশ্য আমরা জীবনে কোনওদিন কল্পনা করতে পারিনি। আমরা সকলেই মোহনবাগানের সমর্থক। কিন্তু, এই আচরণ একেবারেই কাম্য নয়।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'মনে হচ্ছে, মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু এবং বর্তমান সচিব দেবাশিস দত্তর দুটো লবি যেন ভাড়াটে গুন্ডা নিয়ে এসে নিজেদের মধ্যে চেয়ার তুলে মারামারি করছে। এটা আমরা কোনওদিন ভাবতেও পারি না। কে কার লবিতে রয়েছে, সেটা বোঝা যাচ্ছে না।'
অপর একজন সবুজ-মেরুন সমর্থক আবার বললেন, 'সৃঞ্জয় বসু একেবারে সঠিকভাবে নির্বাচন প্রক্রিয়া তুলে ধরার চেষ্টা করছিলেন। কিন্তু, বর্তমান সচিব দেবাশিসবাবু বারংবার সেই নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। উনি জুন-জুলাই মাসের পর নির্বাচন হওয়ার দাবি তুলছিলেন। ২০২২ সালে নির্বাচন নিয়ে কী হয়েছিল, তা আপনারা সকলেই জানেন। এবারও ইচ্ছাকৃতভাবে সেই নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'