শেষ আপডেট: 26th September 2024 22:09
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক ম্যাচ থেকেই ভালো পারফরম্যান্সের আঁচ পাওয়া গিয়েছিল। কিন্তু, প্রথম দুটো ম্যাচে অল্পের জন্য জিততে পারেনি মহমেডান স্পোর্টিং ক্লাব। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) তারা চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। আর অ্যাওয়ে ম্যাচেই বাজিমাত করল আন্দ্রে চেরনিশোভের দল। চলতি আইএসএল টুর্নামেন্টে তারা ১-০ গোলে জয় নিজেদের পকেটে পুরে ফেলল।
প্রসঙ্গত, এবারের ইন্ডিয়ান সুপার লিগে কনিষ্ঠতম দল হল মহমেডান স্পোর্টিং ক্লাব। এর আগে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি এই টুর্নামেন্টে নাম লেখালেও, ব্ল্যাক প্যান্থার্সরা এই প্রথমবার আইএসএল টুর্নামেন্ট খেলতে নেমেছে। এখনও পর্যন্ত ২০২৪-২৫ মরশুমে কলকাতার দুই ফুটবল প্রধান দুটো করে ম্যাচ খেললেও, মহমেডান এই নিয়ে তৃতীয় ম্যাচ খেলল।। ইস্টবেঙ্গল ছাড়া বাকি দুটো দল একটি করে ম্যাচে জয়লাভ করেছে।
এবার ম্যাচের কথায় আসা যাক। চেন্নাইন এফসি-র বিরুদ্ধে গোটা ম্যাচেই সাদা-কালো ব্রিগেড বেশ দাপটের সঙ্গে পারফরম্যান্স করেছে। ৩৮ মিনিটে মহমেডান স্পোর্টিং ক্লাবের লালরেমসাঙ্গা ফানাই। বক্সের একেবারে মাঝখান থেকে বাঁ পায়ে জোরাল শট নেন তিনি। এই জায়গা থেকে চেন্নাইনের গোলরক্ষকের কার্যত কিছু করার ছিল না। বিদ্যুৎ গতিতে বলটা তাদের জালে জড়িয়ে যায়।
প্রসঙ্গত, এবারের আইএসএল টুর্নামেন্টের শুরু থেকেই নজর কেড়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল। গোটা ম্যাচ জুড়ে তারা দুর্দান্ত লড়াই করলেও, একেবারে শেষবেলায় গোল করে মহমেডানের মুখের গ্রাস কেড়ে নিয়েছিল নর্থ-ইস্ট। এরপর দ্বিতীয় ম্যাচে তারা এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামে। সেখানেও একই ছবি দেখতে পাওয়া যায়। ৬৬ মিনিটে গোমেজের গোলে মহমেডান এগিয়ে গেলেও, শেষ মুহূর্তে সাদিকুর গোলে সমতা ফিরিয়েছিল গোয়া। তবে চেন্নাইনের বিরুদ্ধে তারা তেমন কোনও ভুল করেনি। তিন ম্যাচ থেকে মহমেডান এসসি ৪ পয়েন্ট সংগ্রহ করেছে এবং পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে তারা দাঁড়িয়ে রয়েছে।