শেষ আপডেট: 7th November 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার (৯ নভেম্বর) মহাযুদ্ধের অপেক্ষা করছে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। মিনি ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল এফসি এবং মহমেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচের আগে মহমেডান কর্তা মহম্মদ কামারুদ্দিন ইস্টবেঙ্গলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
কথায় কথায় তিনি জানিয়ে দিলেন, চলতি আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিং একটা ম্য়াচে জয়লাভ করলেও, ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত একটাও ম্য়াচ জিততে পারেনি।
কামারুদ্দিনের কথায়, 'আপাতত যা পরিস্থিতি, মহমেডান স্পোর্টিং ক্লাব এবং ইস্টবেঙ্গল এফসি প্রায় একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। গত ৬ ম্যাচে ওরা তো একটাও ম্য়াচ জিততে পারেনি। আমরা তো তাও ভাগ্যের জোরে একটা ম্য়াচ জিতে গিয়েছি। ফলে কাউকে বড় কিংবা ছোট করার দরকার নেই।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্টস টেবিলে ইস্টবেঙ্গল এফসি সবার নীচে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে তারা হারের ডবল হ্যাটট্রিকও করে ফেলেছে। এই পরিস্থিতিতে লাল-হলুদ ব্রিগেড যে কোনও মূল্যে এই মিনি ডার্বির হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইবে।
তবে সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগে মশালবাহিনী দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। পারো এফসি-র বিরুদ্ধে তারা ড্র করেছিল। এই একটা ড্র ম্যাচই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গলের। এরপর বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর লাল-হলুদ ব্রিগেডকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। আশা করা যায়, এই জয় অস্কার ব্রুজোঁর দলকে অনেকটাই অক্সিজেন দেবে।
কামারুদ্দিন আরও যোগ করলেন, 'ইস্টবেঙ্গল যথেষ্ট বড় একটা দল। আমরা ওদের যথেষ্ট শ্রদ্ধা করি। এরপর তো মাঠে খেলা হবে। দেখা যাক, কী হয়। আমাদের দলের ডিফেন্সে কিছু সমস্যা ছিল। তবে আমরা আশা করছি ভালো পারফরম্য়ান্স করতে পারব।'