শেষ আপডেট: 6th December 2024 22:14
দ্য ওয়াল ব্যুরো : চলতি আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিং ক্লাবের অভিষেক হলেও, তাদের মধ্যে উন্নতির কোনও লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) তারা পঞ্জাব এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে তারা ২-০ গোলে পরাস্ত হয়েছে।
সবথেকে বড় কথা, এই টুর্নামেন্টে পা রাখার পর ব্ল্যাক প্যান্থার্সদের মধ্যে যে সম্ভাবনা দেখা গিয়েছিল, তা ইতিমধ্যেই হাওয়ায় মিলিয়ে গিয়েছে। শেষ পাঁচটা ম্য়াচের মধ্যে একটাতেও তারা জিততে পারেনি। ১০ ম্য়াচে তারা মাত্র ৫ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে।
প্রসঙ্গত, আইএসএল ২০২৪-২৫ মরশুমের পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলই সবার শেষে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, এই মহমেডানের বিরুদ্ধে ৯ জনের দল নিয়ে ড্র করার পর তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতেই অনেকেই প্লে-অফের স্বপ্ন দেখতে শুরু করেছেন। আগামী ম্যাচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। এই ম্যাচে যদি লাল-হলুদ ব্রিগেড জিততে পারে, তাহলে ১৩ থেকে ১১ নম্বরেও তারা উঠে আসতে পারে। কিন্তু, মহমেডান ব্রিগেডে সেই সম্ভাবনাও আপাতত দুষ্প্রাপ্য।
বৃহস্পতিবারের ম্যাচে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে ম্যাচের ৫৮ মিনিটে গোল করে পঞ্জাবকে এগিয়ে দেন লুকা মাজসেন। সেন্টার বক্স থেকে টপ রাইট কর্নার দিয়ে বলটা তিনি মহমেডানের ডালে জড়িয়ে দেন।
এই ধাক্কা সাদা-কালো ব্রিগেড কাটিয়ে উঠতে না উঠতেই ফিলিপের বাঁ পায়ের জোরাল শট ব্যবধান ২-০ করে দেয়। এক্ষেত্রে আলাদা করে এজেকুয়েল ভিদালের অ্যাসিস্ট চোখে পড়ার মতো ছিল। আর সেইসঙ্গে মহমেডানের কফিনে শেষ পেরেকটিও তিনি পুঁতে দেন।
এই ম্যাচে জয়লাভের পর পঞ্জাব অনেকটাই স্বস্তিতে ফিরেছে। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট সংগ্রহ করার পাশাপাশি তারা লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে। যদিও দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি (২০) এবং প্রথম স্থানে মোহনবাগান সুপার জায়ান্ট (২০)।