শেষ আপডেট: 16th September 2024 22:46
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে প্রত্যাশিত অভিষেক করতে পারল না মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচে ১-০ গোলে হারতে হল ব্ল্যাক প্যান্থার্সদের। যদিও গোটা ম্যাচে মহমেডানের লড়াই যথেষ্ট নজর কেড়েছে। দলের এই পারফরম্য়ান্সে সমর্থকরা কিছুটা হতাশ হলেও, মোটের উপর খুশিই হয়েছেন।
এবারের আইএসএল ইতিহাসে কলকাতা ময়দানের তিনটে প্রধান ফুটবল ক্লাবই অংশগ্রহণ করেছে। প্রতিটা দলেরই ইতিমধ্যে একটা করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে। প্রথম ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট ২ গোলে এগিয়ে থেকেও শেষপর্যন্ত ড্র করেছে। এরপর ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ১-০ গোলে হেরে গিয়েছে। আশা ছিল, মহমেডান স্পোর্টিং ক্লাব কিছুটা হলেও মান বাঁচাতে পারবে। কিন্তু, বাস্তবে তেমন ছবি একেবারে দেখতে পাওয়া গেল না।
অন্যদিকে, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখল। সম্প্রতি ডুরান্ড কাপে তারা টানা ৬ ম্যাচ জিতে খেতাব নিজেদের পকেটে পুরেছিল। আর চলতি আইএসএল টুর্নামেন্টও তারা জয় দিয়েই শুরু করল। অর্থাৎ আপাতত বেনালির দল টানা সাত ম্যাচে অপরাজিত রইল।
এবার ম্যাচের কথায় আসা যাক। গোটা ম্যাচ জুড়েই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। কিন্তু, সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থ-ইস্টের আলাদিন আজারাই একেবারে শেষবেলায় (৯৩) দলকে লিড দিলেন। থোই সিংয়ের নিখুঁত পাস থেকে বাঁ পায়ে একটি অনবদ্য শট নেন তিনি। আর সেইসঙ্গে মহমেডানেরও তিনটে পয়েন্ট হাতছাড়া হয়ে যায়।
তবে মোটের উপর যদি মহমেডানের পারফরম্যান্স পর্যালোচনা করা যায়, তাহলে টুর্নামেন্টের শুরুতে তারা যে লড়াই করেছে, আগামীদিনে তা একস্ট্রা মাইলেজ দিতে পারে। বেশ কয়েকটা সুযোগ তারা হাতছাড়া না করলে, এই ম্যাচের ফলাফল আলাদা হতেই পারত। সমর্থকদের আশা, প্রথম ম্যাচের ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আগামী ম্য়াচগুলোয় মহমেডান ঘুরে দাঁড়াতে পারবে।