শেষ আপডেট: 15th January 2025 22:39
দ্য ওয়াল ব্যুরো : ইন্ডিয়ান সুপার লিগে আরও একটা হাড্ডাহাড্ডি ম্যাচ উপভোগ করলেন ভারতীয় ফুটবল সমর্থকরা। বুধবার (১৫ জানুয়ারি) চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। শুরুতে মহমেডান পিছিয়ে পড়লেও, শেষবেলায় তারা স্বপ্নের প্রত্যাবর্তন করল। অবশেষে ম্যাচটা ২-২ গোলে ড্র হয়ে যায়।
গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে মহমেডান যখন জয়লাভ করেছিল, তখন অনেকেই বলতে শুরু করেছিলেন যে অবশেষে চেরনিশভের ছেলেরা ঘুরে দাঁড়িয়েছে। অনেকে তো আবার সুপার সিক্সের অঙ্কও কষতে শুরু করেছিলেন। কিন্তু, চেন্নাইনের বিরুদ্ধে ফের ব্ল্যাক প্যান্থার্সদের সেই চেনা ছবিটা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
এই ম্যাচের শুরু থেকে মহমেডানের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক ছিল। ফাইনাল থার্ডে কিছুতেই তারা শেষ করতে পারছিল না। অবশেষে ১০ মিনিটে আসে প্রথম ধাক্কা। চেন্নাইনের হয়ে প্রথম গোলটা করলেন লালডিনপুইয়া। এরপর মহমেডানের সামনেও সমতা ফেরানোর সুযোগ এসেছিল। কিন্তু, বিপক্ষের গোলরক্ষকের হাতে কাশিমভের দুর্বল শট যাবতীয় উদ্দীপনায় জল ঢেলে দেয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়িয়ে ফেলে চেন্নাইন। ব্রামবিলের গোলে দক্ষিণ ভারতের এই ফুটবল ফ্র্যাঞ্চাইজি ২-০ গোলে এগিয়ে যায়। এরপর মহমেডান বেশ কয়েকবার গোল করার সুযোগ তৈরি করেছিল। কিন্তু, শেষপর্যন্ত তারা ফিনিশ করতে পারেনি। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত তারা জোড়া গোলে পিছিয়ে থাকে। এই পরিস্থিতিতে অনেকেই ভাবতে শুরু করে দিয়েছেন, আরও একটা ম্যাচে বোধহয় লজ্জায় মাথা হেঁট হবে চেরনিশভ ব্রিগেডের।
তারপরই ঘটল ম্যাজিক। সংযুক্তি সময়ে এক গোলের ব্যবধান কমালেন সাইনি। মিনিট ৩ পর ফের ম্যাজিক। পেনাল্টি অর্জন করে নেয় সাদা-কালো ব্রিগেড। আর এই সুযোগ হাতছাড়া করেননি অভিজ্ঞ ফানাই। বলা ভাল, যে ম্যাচে চেন্নাইনের তিনটে পয়েন্ট কার্যত নিশ্চিত ছিল, সেখানে ১ পয়েন্ট নিয়ে তাদের মাঠ ছাড়তে হল। সেইসঙ্গে একটা পয়েন্ট পেল মহমেডানও। যদিও তাদের সামনে সুপার সিক্সের রাস্তা কার্যত বন্ধই হয়ে গিয়েছে।