শেষ আপডেট:
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে কার্যত ইতিহাস কায়েম করেছেন মহমেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের পর এবার তারাও আইএসএল প্রতিযোগিতায় নিজেদের নাম লিখিয়ে ফেলেছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল তারা। প্রথম ম্যাচে ১-০ গোলে হেরে গেলেও, গোটা ম্যাচ জুড়ে মহমেডান যেভাবে লড়াই করেছে, তা সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে।
প্রথম ম্যাচে দলের এই পারফরম্যান্স দেখে খুশি মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি। তিনি বলেন, 'এই দলটা ১০০ শতাংশ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে বেগ দেবে। মহমেডান প্রথম ম্যাচে যেভাবে খেলেছে, তা এককথায় অবিশ্বাস্য।'
সঙ্গে তিনি আরও যোগ করেন, 'শুরু থেকেই নর্থ-ইস্টকে আমরা যথেষ্ট চাপে রেখেছিলাম। শেষপর্যন্ত ম্য়াচ শেষ হওয়ার তিন-চার মিনিট আগে আমরা গোল খেলাম। এটা খুবই দুঃখের বিষয়। খেলায় জয়-পরাজয় তো থাকবেই। তবে আশা করছি, এই টুর্নামেন্টে মহমেডান যথেষ্ট লড়াই করতে পারবে।'
প্রসঙ্গত, গত সোমবার আয়োজিত এই ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাব কার্যত নর্থ-ইস্টের চোখে চোখ রেখে লড়াই করেছিল। কিশোর ভারতী স্টেডিয়ামে নর্থ-ইস্টের আলাদিন আজারাই একেবারে শেষবেলায় (৯৩) দলকে লিড দিলেন। থোই সিংয়ের নিখুঁত পাস থেকে বাঁ পায়ে একটি অনবদ্য শট নেন তিনি। আর সেইসঙ্গে মহমেডানেরও তিনটে পয়েন্ট হাতছাড়া হয়ে যায়।