শেষ আপডেট: 28th February 2025 21:47
দ্য ওয়াল ব্যুরো: একটি বা দুটি নয়, মহামেডান (Mohammedan SC) আজ ওড়িশাকে (Odisha FC) অন্তত ৩ বা ৪ গোলে হারাতে পারত। তবে জিততে গেলে তো গোল করতে হবে। সেটাই করতে পারল না কেউ। ম্যাচ শেষ হল ০-০ ড্রয়ে। অল্প হলেও ওড়িশার প্লে-অফের (ISL Playoffs) আশা বেঁচে থাকল এখনও।
একাধিক তাবড় প্লেয়ারদের আজ মাঠে পাননি ওড়িশা কোচ লোবেরা। তবে মহামেডানের তাতে যে খুব সুবিধা হয়েছিল এমনটা নয়। খেলার শুরু থেকে চাপ রাখছিল ওড়িশাই। কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও খেলায় ফেরে মহামেডান। প্রথমার্ধে গোল পেতে পারত তারা। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি ফ্রাঙ্কা, কাশিমভরা। ওড়িশাও যে খুব বেশি সুযোগ পেয়েছিল তা নয়। তবে সাদা-কালোর ডিফেন্সে চাপ রাখছিল।
দ্বিতীয়ার্ধে গোটা ম্যাচের সহজতম সুযোগ পেয়েছিলেন মহামেডানের ফ্রাঙ্কা। দুই ডিফেন্ডারকে পিছনে ফেলে এগিয়ে গেছিলেন ডি-বক্সের মাথায়। সামনে শুধু ওড়িশার গোলকিপার অমরিন্দর। কিন্তু... না, সেভ নয়, বাইরে মারেন সাদা-কালোর ফরোয়ার্ড! নাহলে ওখানেই ম্যাচ ১-০ হয়ে যেতে পারত তাঁদের জন্য। এরপর থেকে থেকে ওড়িশা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি।
খেলা শেষের কয়েক মিনিট আগে আবার মহামেডানের অ্যালেক্সিস গোমেজের বল ওড়িশার এক ডিফেন্ডারের গায়ে লেগে বারে লাগে। সেখানেও গোল হতে পারত। শেষ ১০ মিনিটে অন্তত ৪-৫টি সুযোগ পেয়েছিল মহামেডান। কোনওটাই কাজে লাগাতে পারেনি। তবে স্বস্তি একটাই, টানা হারের পর এই ম্যাচ ড্র করে ১ পয়েন্ট পেল তারা।
এদিকে ওড়িশার প্লে-অফের আশা আরও ক্ষীণ হল। এই ম্যাচ জিতলে কড়া টক্করে থাকত লোবেরা বাহিনী। তবে এখন ২৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে তারা। শেষ ম্যাচ জিতলেও তারা সর্বোচ্চ ৩৩ পয়েন্টে যাবে। সেক্ষেত্রেও তাকিয়ে থাকতে হবে অন্য টিমের দিকে। আর মহামেডানের আর পাওয়ার কিছু নেই। ২২ ম্যাচে ১২ পয়েন্টে তারা লিগ টেবিলের তলানিতে। শেষ ম্যাচ জিতলেও তারা 'লাস্ট বয়' হিসেবেই লিগ শেষ করবে।