শেষ আপডেট: 25th September 2024 19:56
দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান সুপার লিগে কনিষ্ঠতম সদস্য হিসেবে যোগ দিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। দুরন্ত পারফরম্যান্সের দৌলতে অভিষেক মরশুমে ব্ল্যাক প্যান্থার্সরা ইতিমধ্যে সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে। দূর্ভাগ্যের কথা, তারা এখনও পর্যন্ত একটাও ম্যাচ জিততে পারেনি। জোড়া হোম ম্যাচ থেকে তারা এখনও পর্যন্ত মাত্র ১ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে।
এবার চেন্নাইন এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে মহমেডান। আওয়েন কোয়েলের দলের বিরুদ্ধে আন্দ্রে চেরনিশোভের কাজটা যে খুব একটা সুবিধের হবে না, তা বলাই বাহুল্য। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মহমেডানের রাশিয়ান ফুটবল ম্যানেজার। একাধিক বিষয়ে মুখ খুললেন তিনি।
দলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন করা হলে চেরনিশোভ জবাব দেন, 'আমার কাছে কোনও রেসিপি নেই। যখন কোনও স্যুপ কিংবা বিরিয়ানি রান্না করা হয়, তখন সকলেই একটা নির্দিষ্ট রেসিপি ফলো করে থাকে। কিন্তু, ফুটবল খেলায় তেমন কোনও রেসিপি হয় না।'
তবে কঠিন পরিস্থিতিতে দলের ফুটবলারদের মানসিক দৃঢ়তা নিয়ে মন্তব্য করলেন তিনি। বললেন, 'এই একটা বিষয়ে ফুটবলারদের সঙ্গে অবশ্যই কথা বলা দরকার। যদি আমাদের আরও ভাল ফলাফল করতে হয়, তাহলে শেষ মুহূর্তে আমাদের আরও ভাল পারফরম্যান্স করতে হবে।'