শেষ আপডেট: 29th August 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: কোপার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে পায়ের গোড়ালিতে চোট পান মেসি। খেলতে না পেরে বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েছিলেন। অবশেষে ৪৫ দিন পর ইন্টার মিয়ামির অনুশীলনে যোগ দিলেন কিংবদন্তি ফুটবলার। তাঁকে দেখতে ভিড় জমান সমর্থকরা।
এদিন বেশিক্ষণ অনুশীলন করতে দেখা যায়নি মেসিকে। বোঝাই যায় পায়ে বেশি জোর দিতে চাইছেন না তিনি। ধীরে সুস্থে পরিশ্রম বাড়াবেন। অবশ্য কবে মেসিকে ম্যাচ খেলতে দেখা যাবে তা এখনও বলা মুশকিল। চিকিৎসকেরাও ঝুঁকি নিতে চাইছেন না। ক্লাবের তরফে জানানো হয়েছে, তারাও খুব একটা ঝুঁকি নিতে চায় না। যতক্ষণ সময় দরকার তারা ততক্ষণ সময় দেবে মেসিকে।
যে ম্যাচে মেসি চোট পান সেই ম্যাচেই মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে পর পর দু’বার কোপা জেতে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা রয়েছে আর্জেন্টিনার। মেসিকে বাদ দিয়েই দল তৈরি হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে তবেই মেসিকে দলে নেবেন বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।