শেষ আপডেট: 10th November 2024 20:42
দ্য ওয়াল ব্যুরো: রসগোল্লা ডার্বির প্রথমার্ধে দুর্দান্ত লড়াই দেখতে পাওয়া গেল মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওডিশা এফসি-র বিরুদ্ধে। প্রথম ৪৫ মিনিট শেষে দুটো দলেরই একটি করে গোল করেছে। ওডিশার হয়ে চতুর্থ মিনিটে গোল করলেন হুগো বুমোস। ৩৬ মিনিটে সেই গোল শোধ করলেন মনবীর সিং। দ্বিতীয়ার্ধেও যে হাইভোল্টেজ লড়াই অপেক্ষা করছে, সেটা আর বলে দেওয়ার দরকার নেই।
ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে মোহনবাগান গোলকিপার বিশাল কাইথকে ইচ্ছাকৃত ব্যাক পাস বাড়িয়েছিলেন আশিস রাই। বিশাল বলটা তালুবন্দি করেন। আর আশিসের এই ভুলের খেসারতই দিল মোহনবাগান। বক্সের মধ্যেই একটা ইনডিরেক্ট ফ্রি-কিক পেল ওডিশা।
ইনডিরেক্ট ফ্রি-কিক থেকে ওডিশা যে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, তা বুঝতেই পারা যাচ্ছিল। বুমোসের জন্য বলটা সেট করে দিলেন জাহুয়া। মাত্র ৬ গজ দুরত্ব থেকে শট মারলেন বুমোস। মনবীরের পায়ে বলটা প্রতিহত হয়ে বলটা বাগানের জালে জড়িয়ে গেল।
৩৬ মিনিটে বাগানের হয়ে সমতা ফেরালেন মনবীর। আরও একবার সবুজ-মেরুন সমর্থকরা মুগ্ধ হয়ে দেখলেন পেত্রাতোস এবং মনবীরের কম্বিনেশন। কর্নার কিক থেকে একটি বাঁকানো শটে মনবীরের দিকে ক্রস বাড়ালেন দিমি।
এই শটে নিখুঁত হেড করে বাগানের হয়ে সমতা ফেরান মনবীর। রবিবার (১০ নভেম্বর) পেত্রাতোসের জন্মদিনে এরথেকে ভাল গিফট আর কীই বা হতে পারে। ওডিশার গোলরক্ষক অমরিন্দর দু'হাত দিয়ে বলটা সেভ করার চেষ্টা করলেও, শেষপর্যন্ত তিনি ব্যর্থ হন। দ্বিতীয়ার্ধে আরও চমক যে অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।