শেষ আপডেট: 14th January 2025 16:50
দ্য ওয়াল ব্যুরো : চলতি প্রিমিয়ার লিগের মরশুমটা একেবারেই ভাল যাচ্ছে না পেপ গুয়ার্দিওলার। ইতিপূর্বে, ৪ বার তিনি এই খেতাব জয় করলেও, এই মরশুমে তা হাতছাড়া হতে বসেছে। পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনেও আপাতত কঠিন ঝড় বয়ে চলেছে। একটি স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যে স্ত্রী ক্রিস্টিনাকে ডিভোর্স দিয়েছেন তিনি।
ক্রিস্টিনা পেশায় একজন সাংবাদিক। ১৯৯৪ সালে পেপ এবং ক্রিস্টিনা একে অপরকে ডেট করতে শুরু করেন। ১০ বছর পর ২০১৪ সালে তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, বিয়ের ১০ বছর পর তাঁরা ডিভোর্সের সিদ্ধান্ত গ্রহণ করলেন।
প্রসঙ্গত, পেপ এবং ক্রিস্টিনার তিন সন্তান রয়েছে। বড় মেয়ে মারিয়ার বয়স ২৪ বছর। ছেলে মারিয়াসের বয়স ২২ বছর এবং ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭ বছর। সূত্রের খবর, গত ৫ বছর ধরেই স্ত্রী'র থেকে আলাদা থাকছিলেন গুয়ার্দিওলা। গত ডিসেম্বর মাসে তাঁরা ডিভোর্সের সিদ্ধান্ত গ্রহণ করেন। যদিও সেই খবর প্রকাশ্যে আনতে চাননি।