শেষ আপডেট: 2nd January 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি 'ভারতসেরা' হয়েছে বাংলা ফুটবল দল। এই নিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতল বাংলা। ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলা ফুটবল দল এবং কোচ সঞ্জয় সেনকে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বললেন, 'কোচ সঞ্জয়বাবুর নেতৃত্বে বাংলার যে ফুটবল দল ভারতসেরা হয়েছে, তা নিয়ে আমরা সকলেই গর্বিত। সন্তোষ ট্রফিতে বাংলার ফুটবলাররা যেভাবে নিজেদের কৃতিত্ব জাহির করেছে, তা সত্যিই প্রশংসনীয়। আগামীদিনে আরও ভাল প্রশিক্ষণ পেলে এরা আরও উন্নতি করতে পারবে।'
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্তোষ ট্রফির ফাইনাল ম্যাচটি হায়দরাবাদের গাছিবাওলি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। ফাইনাল ম্যাচে কেরালাকে ১-০ গোলে হারিয়ে দেয় বাংলা। আর সেইসঙ্গে দীর্ঘ ৭ বছর পর সন্তোষ ট্রফির খেতাব জয় করে তারা। প্রসঙ্গত, ফাইনাল ম্যাচে ৯০+৪ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন বাংলার রবি হাঁসদা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বললেন, 'বাংলার এই ফুটবলারদের যদি আরও ভালো ইনস্ট্রুমেন্ট দেওয়া যায়, আরও ভাল খাবার-দাবার দেওয়া যায়, তাহলে ওরা একদিন বিশ্বকাপ খেলারও যোগ্যতা অর্জন করবে বলে আমার বিশ্বাস।'
তাঁর কথায়, 'বাংলার এই ফুটবলাররা অধিকাংশই গ্রামের ছেলে। এদের মধ্যে যথেষ্ট এনার্জি রয়েছে, শৃঙ্খলাবোধ রয়েছে। পরিবারে আর্থিক টান থাকলেও বাকি কোনও পিছুটান নেই। আর তাই আমি বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে এই ফুটবলারদের একটা করে চাকরি দেওয়ার প্রস্তাব দেব। এরা খেলাধুলোতেই মনোনিবেশ করবে। সময় পেলে তবেই চাকরি করবে।'
সন্তোষ ট্রফি জয়ের জন্য বাংলার ফুটবল দলকে রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেন। এরপর বাংলার ফুটবলার এবং কোচ সঞ্জয় সেনকে নিয়ে তিনি ছবিও তুললেন।