শেষ আপডেট: 2nd October 2024 22:05
দ্য ওয়াল ব্যুরো: বুধবার (২ অক্টোবর) গোটা দেশ জুড়ে 'জাতির জনক' মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন পালন করা হচ্ছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর যথেষ্ট অবদান রয়েছে। তবে আজকের এই বিশেষ দিনে আমরা আপনাদের এমন একজন ফুটবলারকে নিয়ে আলোচনা করব, যাঁর সঙ্গে জাতির জনকের নামের একটি বিশেষ সম্পর্ক রয়েছে।
বিশ্বে এমন একটি দেশ রয়েছে, যেখানে গত ১৩ বছর ধরে মহাত্মা গান্ধী ফুটবল খেলে যাচ্ছেন। শুনে খানিকটা অবাক হলেন তো? আসুন, তাহলে গোটা বিষয়টা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করা যাক।
দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ব্রাজিলের একজন ফুটবলারের নাম মহাত্মা গান্ধী হেবারপিও মাতোস পাইরেস। বর্তমানে তাঁর বয়স ২২ বছর। গত ১৩ বছর ধরে তিনি ব্রাজিলে ফুটবল খেলছেন। ১৯৯২ সালে ব্রাজিলে মহাত্মা গান্ধী হেবারপিও মাতোস পাইরেস জন্মগ্রহণ করেন। ২০১১ সাল থেকে তিনি পেশাদার ফুটবল খেলতে শুরু করেন।
প্রসঙ্গত, মহাত্মা গান্ধী তাঁর দলের ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করেন। শুরুর দিকে তিনি খুব একটা বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। কিন্তু, ২০১২ সাল থেকে হেবারপিও মাতোসের ভাগ্য চাকা ঘুরতে শুরু করে। বর্তমানে তিনি ত্রিনিদাদ অ্যাটলেটিকো ক্লাবের হয়ে খেলেন।
ব্রাজিলের ফুটবল ক্লাবে এই মহাত্মা গান্ধী ছাড়াও এমন বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন যাঁদের নাম বেশ চমকপ্রদ। কোনও না কোনও স্বনামধন্য ব্যক্তির সঙ্গে তাঁদের নামের মিল খুঁজে পাওয়া যায়। এখানেই শেষ নয়। ব্রাজিলের একটি ফুটবল ক্লাবে মশকিউটো নামে একজন ফুটবলার খেলেন। প্রথমবার এমন ফুটবলারের নাম শুনে যে কেউই চমকে উঠবেন।