শেষ আপডেট: 8th January 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো : লুই সুয়ারেজ। উরুগুয়ের এই ফুটবলারের পরিচয় আর আলাদা করে দেওয়ার দরকার নেই। একাধিক বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও বিপক্ষের ফুটবলারকে কামড়ে দিয়েছেন। কখনও আবার নিজের দলের কোচকেই যা নয় তাই কথা শুনিয়েছেন। কিন্তু, এবার তিনি এমন একটি কাজ করলেন, যা দেখে গোটা বিশ্ব প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
ঘটনাটি কয়েকদিন আগেকার। গত শুক্রবার (৩ ডিসেম্বর) উরুগুয়ের সিউদাদ দে লা কোস্টা শহর এক আজব ঘটনার সাক্ষী রইল। এক যুবক দাবি করেন যে তিনি আত্মহত্যা করবেন। কারণ? তাঁর প্রেমিকা নাকি দেখা করার কথা দিয়েও, সেই প্রতিশ্রুতি রাখেননি। যদি প্রেমিকা দেখা না করে, তাহলে তিনি আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন। আর সেকারণে ৬ মিটার উঁচু একটি গাছের ডালে উঠে বসে রয়েছেন তিনি। পরিস্থিতি হাতের বাইরে গেলেই মারবেন ঝাঁপ! গলায় ছিল মোটা দড়ির প্যাঁচও।
প্রায় ২০ ঘণ্টা ধরে বিষয়টা নিয়ে একাধিক নাটক চলতে থাকে। ঘটনাস্থলে পুলিশ (রিপাবলিকাল গার্ড) এলেও, এই ঘটনার সুরাহা তাঁরা করতে পারেননি। 'মজা' দেখতে স্থানীয়রাও ক্রমশ ভিড় জমাতে শুরু করেন।
????Luis #Suárez colaboró en el rescate de un hombre que intentó quitarse la vida en Uruguay ????????
— doble amarilla ⭐️⭐️⭐️ (@okdobleamarilla) January 5, 2025
????El delantero y su esposa Sofia Balbi, dialogaron y lograron persuadir al sujeto junto a las fuerzas de seguridad
????El hombre se encontraba colgado en un árbol a seis metros de altura… pic.twitter.com/ajA36FKKD9
যেখানে এই ঘটনাটি হয়েছিল তার অনতিদুরেই বাড়ি সুয়ারেজের। বিকেলবেলা তিনি স্ত্রী'কে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। ভিড় লক্ষ্য করে তিনিও ব্যাপারটি দেখতে যান। একজন NGO কর্মীকে সঙ্গে নিয়ে ওই যুবকের সঙ্গে কথা বলতে যান। উরুগুয়ের এই ফুটবলার তাঁকে গাছ থেকে নেমে আসার জন্য বিনীত অনুরোধ করেন। শেষপর্যন্ত, শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই যুবক গাছ থেকে নেমে আসেন। আপাতত তাঁর শারীরিক এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।