পেপ-স্লট-মারেস্কা
শেষ আপডেট: 15th January 2025 11:22
দ্য ওয়াল ব্যুরো: জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াই। পরপর দু’ম্যাচে আটকে গেল লিভারপুল। গতকাল নটিংহ্যাম ফরেস্টের ঘরের মাঠে এক গোলে পিছিয়ে যান সালাহরা। গোল করেন দীর্ঘদেহী স্ট্রাইকার ক্রিস উড। দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে মানরক্ষা করেন লিভারপুল স্ট্রাইকার দিয়েগো জটা। ম্যাচের নব্বই মিনিট ধরে আগাগোড়া প্রাধান্য বজায় রেখেছিলেন ভ্যান ডাইকরা। কিন্তু ফরেস্টের দুর্দান্ত রক্ষণের জেরে গোলের রাস্তা খুলতে পারেনি আর্নে স্লটের টিম।
এই ড্রয়ের ফলে খেতাবজয়ের রাস্তা খুলে দিল লিভারপুল। আপাতত ২০ ম্যাচে তাদের পয়েন্ট ৪৭। সমসংখ্যক ম্যাচ খেলে দু’নম্বরে আর্সেনাল। তাদের পয়েন্ট ৪০। আজ মাঝরাতে নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যাম হটস্প্যারের বিরুদ্ধে নামতে চলেছে মিকেল আর্টেটার টিম।
অন্যদিকে ব্রেন্টফোর্ডের কমিউনিটি স্টেডিয়ামে দু’গোলে এগিয়ে থেকেও নিশ্চিত জয় হাতছাড়া করল পেপ গোয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি। আশি মিনিট পর্যন্ত মনে হচ্ছিল তিন পয়েন্ট পকেটে পুরেই ঘরে ফিরবে ‘সিটিজেন’রা। কিন্তু ৮২ মিনিটের মাথায় ওয়ানে ওয়াইসার গোল এবং অতিরিক্ত সময়ের অন্তিম লগ্নে ক্রিস্টিয়ান ন’গার্ডের দুর্দান্ত হেডারের সৌজন্যে কামব্যাক করে টমাস ফ্র্যাঙ্কের টিম।
গতকালই স্ত্রীর সঙ্গে পেপ গোয়ার্দিওলার বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে। তিরিশ বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে এসেছেন পেপ। একদিকে দলের ভরাডুবি। অন্যদিকে ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টা। দুইয়ের চাপে চরম বিপর্যস্ত স্প্যানিশ ম্যানেজার।
কাল ইপিএলের আরেকটি বড় দল চেলসিকেও রুখে দিয়েছে দুর্বল বোর্নমাউথ। কোল পালমারের গোলে মাত্র ১৩ মিনিটের মাথায় এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে ঘটে পট পরিবর্তন। পরপর দু’গোল করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বোর্নমাউথ। অতিতিক্ত সময়ে দুর্দান্ত ফ্রিকিকে এক পয়েন্ট এনে দেন চোট সারিয়ে দলে ফেরা অধিনায়ক রিস জেমস।