শেষ আপডেট: 16th October 2024 18:39
দ্য ওয়াল ব্যুরো: গত ২ দশক ধরে ফুটবল দুনিয়ায় রাজত্ব করছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এই ফুটবল তারকার পায়ে আজও যেন জাদু জড়িয়ে রয়েছে। গত মঙ্গলবার তাঁর হ্যাটট্রিকের দৌলতেই আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়ে দিয়েছে। বলিভিয়ার বিরুদ্ধে এই ম্যাচে মেসি নিজে গোল করার পাশাপাশি সতীর্থ ফুটবলার লটারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজের গোলে অ্যাসিস্ট করছেন। এই ম্যাচে ৩৭ বছর বয়সি মেসি ১৯ মিনিট, ৮৪ মিনিট এবং ৮৬ মিনিটে গোল করেন।
ইতিমধ্যে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক হ্যাটট্রিকের পরিসংখ্যানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডও স্পর্শ করলেন মেসি। এই দুই ফুটবলারের ঝুলিতে আপাতত ১০টি করে হ্যাটট্রিক রয়েছে। ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ব্যাপারে বড়সড় আপডেট দিলেন মেসি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেরিয়ারের গোধূলিবেলায় তিনি দাঁড়িয়ে রয়েছেন। তবে তিনি এও জানিয়েছেন যে এখনই অবসর নিয়ে কিছু চিন্তাভাবনা করছেন না।
মেসি বললেন, 'ভবিষ্যতে কখন পর্দা টানতে হবে, সেই ব্যাপারে আমি এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ ঠিক করিনি। আপাতত আমি ফুটবল খেলার আনন্দ উপভোগ করছি। আমি আগের থেকে আরও বেশি আবেগপ্রবণ হয়েছি। প্রত্যেকের থেকে অকুণ্ঠ ভালবাসা পাচ্ছি। কারণ আমি জানি, এটাই আমার শেষ ম্যাচ হতে পারে।' চলতি বছর শুরুতে কোপা আমেরিকা ফাইনাল খেলতে নেমেছিলেন মেসি। এই ম্যাচে তিনি চোট পেয়েছিলেন। তারপর ফের তিনি জাতীয় ফুটবল দলের জার্সিতে ফুটবল ময়দানে নামলেন। ফুটবলের ঈশ্বর জানালেন, গোটা ম্যাচ চলাকালীন আর্জেন্টিনার সমর্থকরা তাঁর নামে জয়ধ্বনি দিচ্ছিল। এটা তাঁকে আরও বেশি আবেগপ্রবণ করে তুলেছে।