শেষ আপডেট: 13th November 2024 19:34
দ্য ওয়াল ব্যুরো: স্কুল পড়ুয়াদের জন্য এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। জানানো হয়েছে, শীতকালের ছুটিতে মোহনবাগান মিউজিয়ামের দরজা খুলে দেওয়া হবে। বুধবার (১৩ নভেম্বর) ক্লাবে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই কথাটি জানালেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ।
তিনি বললেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে স্কুলের পাঠ্যসূচিতে মোহনবাগানের ইতিহাস নিয়ে এসেছেন। সেখানে ময়দানের ইতিহাস আছে। মোহনবাগান একটা ঐতিহ্যশালী প্রতিষ্ঠান।'
তাঁর প্রস্তাব, 'যে স্কুলগুলোর ফুটবল নিয়ে আগ্রহ রয়েছে, তাদের আমরা আমন্ত্রণ জানাব। স্কুল পড়ুয়ারা এখানে এসে মোহনবাগানের বর্ণাঢ্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। ক্লাবের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে পরিচয় হবে। ফটোসেশনও করাতে পারেন।'
এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি প্রস্তাব দিয়েছেন, 'যদি স্কুল পড়ুয়াদের বিকেলবেলা নিয়ে আসা সম্ভব হয়, তাহলে সিনিয়র দলের অনুশীলনও তারা দেখতে পারবে। প্র্যাকটিসের পর বর্তমান ফুটবলারদের সঙ্গেও তারা কথাবার্তা বলতে পারবে। এতে কোনও অসুবিধে নেই।'
তিনি আরও যোগ করেছেন, 'আগামী ডিসেম্বর মাস থেকেই এই নয়া উদ্যোগ চালু হয়ে যাবে। কারণ এটা শীতকালেই একমাত্র করা সম্ভব। গ্রীষ্মকালে করা যাবে না।'