শেষ আপডেট: 28th December 2024 08:40
দ্য ওয়াল ব্যুরো : আদৌ হবে ফিরতি লেগের কলকাতা ডার্বি? আপাতত এই প্রশ্নের উত্তরই খুঁজে বেড়াচ্ছেন বাংলার ফুটবল সমর্থকরা। প্রসঙ্গত, আগামী ১১ জানুয়ারি কলকাতা ডার্বি আয়োজনের কথা। কিন্তু, আচমকাই তা অনিশ্চিত হয়ে পড়েছে। সৌজন্যে বিধাননগর পুলিশ কমিশনারেট। তারা জানিয়ে দিয়েছে, গঙ্গাসাগর মেলার জন্য ডার্বি ম্যাচে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। আসুন, এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি গঙ্গাসাগর মেলা আয়োজন করা হচ্ছে। এই উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় কলকাতা পুলিশ। যেহেতু বাবুঘাট অন্যতম ট্রানজিট পয়েন্ট, সেকারণে এখানে আরও বেশি করে নজরদারি চালানো হবে। জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পুলিশ এনে নিরাপত্তা আরও আঁটসাঁট করা হবে। একথা মাথায় রেখে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে যে ১১ জানুয়ারি আয়োজিত ম্য়াচের জন্য পর্যাপ্ত পুলিশকর্মী নিয়োগ করা সম্ভব হবে না।
তাহলে উপায়? বাতিল হয়ে যাবে কলকাতা ডার্বি? এটা মোহনবাগানের হোম ম্য়াচ। বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন, এই সমস্যার ব্যাপারে FSDL-এর সঙ্গে আলোচনা করা হবে। আপাত দৃষ্টিতে দুটো বিকল্প রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে। কলকাতার বাইরে এই ডার্বি ম্য়াচ আয়োজন করা যেতে পারে। দ্বিতীয়ত, ডার্বি ম্য়াচের তারিখ পিছিয়ে দেওয়া যেতে পারে। শেষপর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাই আপাতত দেখার।
উল্লেখ্য, চলতি ISL টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছিল। সেই ম্য়াচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করে। ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গল যে প্রতিশোধ তুলতে চাইবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সম্প্রতি অস্কার ব্রুজোঁ লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করার পর দলটা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। শেষ পাঁচটা ম্য়াচের ম্যাচে তারা একটাই মাত্র হেরেছে। যদিও পয়েন্ট টেবিলে তারা ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল খেলতে নামবে। বছরের শেষ ম্য়াচটা যদি তারা জিততে পারে, তাহলে ৯ নম্বরে উঠে আসার সুযোগ তাদের সামনে কিন্তু রয়েছে।