শেষ আপডেট: 8th November 2024 14:51
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আগামী রবিবার (১০ নভেম্বর) ওডিশা এফসি-র বিরুদ্ধে তারা খেলতে নামবে।
হোসে মলিনার কোচিংয়ে শুরুর দিকে কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। বিশেষ করে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হারের পর মলিনার স্ট্র্যাটেজি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। কিন্তু, মিনি ডার্বিতে মহমেডান স্পোর্টিংকে ওড়ানোর পর বাগান ব্রিগেডকে আর ফিরে তাকাতে হয়নি। নিজের পুরনো দলের এমন পারফরম্য়ান্স দেখার পর উচ্ছ্বসিত মোহনবাগানের 'সবুজ তোতা' হোসে ব়্যামিরেজ ব্যারেটো।
দ্য ওয়াল-কে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিতে গিয়ে ব্যারেটো বললেন, 'অবশেষে মোহনবাগানের সবকিছু একেবারে ঠিকঠাক হচ্ছে। যদি রিক্রুটমেন্টের কথা আপনি বলেন, তাহলে আমি বলব অসাধারণ হয়েছে। দলে যথেষ্ট ভাল বিদেশি ফুটবলার রয়েছে। এই দলটা অনেক বেশি শক্তিশালী। শুরুর দিকে থিতু হতে দলটা কিছুটা হলেও সময় নিয়েছে।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'এই দলটা যথেষ্ট শক্তিশালী। দলের বিদেশি ফুটবলারদের পাশাপাশি স্থানীয়রাও খুব ভাল পারফরম্য়ান্স করছে। এই দলে খেলা ভারতীয় ফুটবলারদের মধ্যে অনেকেই আবার জাতীয় দলে সুযোগ পেয়েছে। আপাতত দেখে সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে। এরপর টুর্নামেন্ট যত সামনের দিকে এগোবে, ততই এই দলটা নিজেদের ছন্দ আরও ভাল করে ধরতে পারবে।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪-২৫ আইএসএল পয়েন্টস টেবিলে মোহনবাগান সুপার জায়ান্ট 'সেকেন্ড বয়' হয়ে দাঁড়িয়ে রয়েছে। ৬ ম্যাচে তারা ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে বেঙ্গালুরু এফসি গত ম্য়াচে হেরে গেলেও শীর্ষস্থানেই দাঁড়িয়ে রয়েছে। দুটো দলের মধ্যে মাত্র ৩ পয়েন্টের ফারাক রয়েছে।