শেষ আপডেট: 28th January 2025 01:01
দ্য ওয়াল ব্যুরো : মোহনবাগান সুপার জায়ান্টের সামনে বেঙ্গালুরু এফসি যে যথেষ্ট কঠিন গাঁট ছিল, সেটা আর আলাদা করে বলার দরকার নেই। কিন্তু, ঘরের মাঠে সেই গাঁট সহজেই খুলে ফেলেছে সবুজ-মেরুন ফুটবলাররা। সোমবার (২৭ জানুয়ারি) কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই ম্যাচে মোহনবাগান ১-০ গোলে জয়লাভ করেছে। তবে প্রতিশোধের ম্যাচটা নিজেদের পকেটে পুরলেও, জেতার খিদে এখনও মেটেনি মোহনবাগান কোচ হোসে মলিনার
ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে এসে তিনি বললেন, 'এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে। আরও অনেক পরিশ্রম আমাদের করতে হবে। এখনও অনেকটাই লড়াই বাকি। এরমধ্যে বেশ কয়েকটা ম্যাচ এমনও রয়েছে, যেগুলো আমাদের জিততেই হবে। হতে পারে, আজকের ম্যাচে আমরা জয়লাভ করেছিল। কিন্তু, আমাদের কাজ এখনও শেষ হয়নি।'
সঙ্গে তিনি আরও যোগ করেছে, 'প্রত্যেকটা ম্যাচেই মোহনবাগানের উপর যথেষ্ট চাপ থাকে। এই ম্যাচেও চাপ কোনও অংশে কম ছিল না। এটা আমরা জানি, খুব ভাল করে বুঝি। তবে এই চাপ কীভাবে সামলাতে হয়, সেটাও আমরা খুব ভাল করেই জানি। যতক্ষণ না পর্যন্ত আমরা ম্যাচটা জিততে পারব, ততক্ষণ এই চাপটা থেকেই যাবে। বেঙ্গালুরুকে হারানোর পরও সেই চাপ বিন্দুমাত্র কমেনি। টুর্নামেন্ট যতক্ষণ না শেষ হবে, ততক্ষণই এই চাপ চলতে থাকবে।'
প্রসঙ্গত, এই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট জয়লাভ করলেও বেঙ্গালুরু এফসি কিন্তু ম্যাচের প্রথমার্ধে যথেষ্ট লড়াকু পারফরম্যান্স করেছিল। প্রথমার্ধে বেশ কয়েকটা সুযোগ তারা তৈরি করলেও, দূর্ভাগ্যক্রমে তারা গোল করতে পারেনি। কিন্তু, পরেরদিকে মোহনবাগান ক্রমশ ছন্দে ফিরেছে। দ্বিতীয়ার্ধে দুটো দলের মধ্যেই বেশ সাবধানী আক্রমণ দেখতে পাওয়া গেল। শেষপর্যন্ত ৭৪ মিনিটে একটি নজরকাড়া ভলিতে লিস্টন কোলাসো মোহনবাগানের জয় নিশ্চিত করেন। এরপর বেঙ্গালুরু এফসি ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করেছিল। এমনকী, গোলের সুযোগও তৈরি করেছিলেন রাহুল ভেকে। কিন্তু, বাগানের জয় তারা আটকাতে পারেনি।