শেষ আপডেট: 5th October 2024 14:10
দ্য ওয়াল ব্যুরো: এবারের আইএসএল টুর্নামেন্টে জয়ের সরণীতে ফিরতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। শনিবার (৫ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা খেলতে নামছে।
এই টুর্নামেন্টের শুরু থেকেই বাগানের রক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ম্য়াচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ০-৩ গোলে হারার পর, সবুজ-মেরুন সমর্থকদের ধৈর্য্য়ের বাঁধ ভাঙতে শুরু করেছে। এই পরিস্থিতিতে অনেকেই মনে করছেন, জনি কাউকো যদি এই দলে থাকতেন, তাহলে হয়ত মোহনবাগানের ডিফেন্সের আজ এই হাল হত না।
এই ব্যাপারে মলিনাকে প্রশ্ন করা হলে তিনি বললেন, 'আমরা কাউকে মিস করছি না। যে ফুটবলারদের আমরা চেয়েছিলাম, তাদের পেয়েছি। এই ফুটবলারদের নিয়ে আমি খুব খুশি। ওরা যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করছে। আমরা একটু বেশিই গোল হয়ত খাচ্ছি। কয়েকটা বিষয়ে একটু নজর দিতে পারলেই, এই সমস্যার সমাধান হয়ে যাবে।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'আমি মনে করি না যে কোনও একজন ফুটবলারকে নিয়ে আমাদের দলে সমস্যা রয়েছে। আসলে গত মরশুমে আমরা একেবারে আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম। কারণ আমাদের দলের কোচও আলাদা ছিল। এটাই আপাতত পার্থক্য গড়ে দিচ্ছে।'
মলিনার কথায়, 'আমি এবং আমার দলের ফুটবলাররা প্রত্যেকটা ম্য়াচেই জয়ের ব্যাপারে আশাবাদী। তবে কোনও কোনও সময় আমরা হয়তো খুব একটা ভাল ফুটবল উপহার দিতে পারছি না। তবে যেভাবে আমরা পারফরম্যান্স করছি, তা দেখে আমি সত্যিই খুব খুশি। তবে আরও বেশি পয়েন্ট সংগ্রহ করতে পারলে, আরও বেশি খুশি হব। আশা করছি, একই ভুলের পুনরাবৃত্তি আমরা আর করব না।'