শেষ আপডেট: 31st October 2024 12:18
দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর ঠিক আগের রাতে বড়সড় উপহার পেল মোহনবাগান সুপার জায়ান্ট। হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে তারা ২-০ গোলে জয়লাভ করেছে। একটি করে গোল করেছেন মনবীর সিং এবং শুভাশিস বসু। পাশাপাশি আইএসএল পয়েন্টস টেবিলে মোহনবাগান দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
বাগানের এই দাপুটে জয়ের পর দলের হেড কোচ হোসে মলিনা বললেন, 'সবার আগে আমি একটাই কথা বলতে চাই। আজ আমি খুব খুশি। এই নিয়ে আমরা তিনটে ম্য়াচে জয়লাভ করলাম। আর তিনটে ম্যাচেই ক্লিনশিট বজায় রাখতে পেরেছি। এটা সত্যিই খুব ভাল একটা ব্যাপার। আমরা প্রত্যেকেই উচ্ছ্বসিত।'
তবে ম্যাচের শেষে হায়দরাবাদের পারফরম্যান্সেরও প্রশংসা করলেন তিনি। বললেন, 'এই ম্যাচটা যথেষ্ট কঠিন ছিল। কারণ শুরু থেকে হায়দরাবাদ আমাদের উপর চাপ তৈরি করছিল। ওরা যথেষ্ট ভাল দল। ওদের উইঙ্গাররা আমাদের সমস্যায় ফেলেছে। তবে শেষপর্যন্ত আমরা যথেষ্ট ভাল ডিফেন্স করতে পেরেছি। দলটা ভাল। কোনও গোল হজম করতে হয়নি।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'মনবীর প্রথম গোলটা করার পর থেকেই আমরা চাপ তৈরি করার চেষ্টা করি। এরপর আমরা নিজেদের শান্ত রেখেছিলাম। বল দখলের লড়াইয়ে আমরা অনেকটাই এগিয়ে ছিলাম। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়াতে পারতাম।'