শেষ আপডেট: 14th December 2024 07:25
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট দলের গোলকিপার বিশাল কাইথ। যত দিন যাচ্ছে, ততই যেন মেরিনার্স ব্রিগেডে তিনি অমূল্য সম্পদ হয়ে উঠছেন। এই মরশুমে তিনি এখনও পর্যন্ত মোট পাঁচটি ক্লিনশিট অর্জন করতে পেরেছেন। আর সেকারণে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে বাগান কোচ হোসে মলিনার গলাতেও শোনা গেল প্রশংসার সুর।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ম্যাচের আগে সাংবাদিক বৈঠক করতে এসেছিলেন হোসে মলিনা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যে বিশাল যদি কোনও কারণে চোট পায়, তাহলে মোহনবাগানের কাছে বিকল্প কী রয়েছে? জবাবে তিনি বললেন, 'বিশাল এখন আমাদের একনম্বর ফুটবলার। এখনও পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে ও খেলেছে। আমাদের দলে আরও তিনজন গোলকিপার রয়েছে। যদি কোনও কারণে ও চোট পায় কিংবা ভাল পারফরম্যান্স করতে না পারে, তাহলে এই তিনজনের মধ্যে যে কোনও একজনকে খেলানো হবে। এই মরশুমে এখনও আমাদের হাতে ১০ ম্যাচ বাকি রয়েছে।'
সেইসঙ্গে মলিনা আরও যোগ করেছেন, 'এই টুর্নামেন্টের প্রথম ৯ ম্যাচে তো আশিক কুরুনিয়ানকে প্রথম একাদশে রাখা হয়নি। নর্থ-ইস্ট ম্যাচের আগে ওকে তো ফুল-ব্যাক হিসেবে খেলানো হয়নি। কিন্তু, গত ম্যাচে ফুল-ব্যাক হিসেবে ও যে দুর্দান্ত পারফরম্যান্স করেছে, সেকথা আপনারা সকলেই স্বীকার করবেন। আমার মতে তো দুর্দান্ত পারফরম্যান্স করেছে। যদি বিশালের কিছু হয়, তাহলে আমার দলের বাকি গোলকিপাররাও একইরকম ভাল পারফরম্যান্স করবে।'
টানা চার ম্যাচে জয়ের লক্ষ্যেই শনিবার খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মেরিনার্সরা বড় ব্যবধানে জয়লাভ করতে চায়। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে। এবার শেষ হাসি কারা হাসে, সেটাই আপাতত দেখার।