শেষ আপডেট: 2nd December 2024 21:54
দ্য ওয়াল ব্যুরো : যত দিন এগোচ্ছে, চলতি ইন্ডিয়ান সুপার লিগে মহমেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্য়ান্স ততই যেন জঘন্য হচ্ছে। শুক্রবার জেআরডি টাটা কমপ্লেক্সে তারা জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ব্ল্যাক প্যান্থার্সরা ৩-১ গোলে পরাস্ত হয়েছে।
এই ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে জামশেদপুর কার্যত জ্বলে উঠল। ম্যাচের ৫২ মিনিটে মহম্মদ সানানের ডান পায়ের জোরাল শট বক্সের বাঁদিক ধরে জালে জড়িয়ে গেল। এই ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও গোল। মাত্র ৮ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জামশেদপুর। দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন জাভি সিভেরিও। তিনি গোলপোস্টের একেবারে সামনেই ছিলেন। তাঁর ডানপায়ের শট মহমেডান গোলরক্ষক বাঁচাতে পারেননি।
ততক্ষণে মহমেডানের আত্মবিশ্বাস একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আশা করা হয়েছিল, এই পরিস্থিতি থেকে তারা বাকি ৩০ মিনিট হয়ত ডিফেন্সের উপর জোর দেবে। ৭৮ মিনিটে তৃতীয় গোল হজম করল মহমেডান। গোলটি করলেন স্টিফেন এজে। শুভম সারঙ্গির কর্নার থেকে তাঁর ডান পায়ের শট বিদ্যুৎগতিতে মহমেডানের জালে জড়িয়ে যায়। আর এভাবেই জামশেদপুর মহমেডানের কফিনে শেষ পেরেকটাও পুঁতে দেয়।
তখনও নাটক বাকি ছিল। ৮৭ মিনিটে স্বান্ত্বনা পুরস্কার পেল মহমেডান। সেটপিস সিচুয়েশন থেকে জোডিংলিয়ানা রালতে দুরন্ত একটা ক্রস বাড়িয়েছিলেন। আর সেই সুযোগে একটা নজরকাড়া হেড করলেন মহম্মদ ইরশাদ। গোলপার্থক্য কমলেও লাভের লাভ কিছু হল না। শেষপর্যন্ত একরাশ লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হল সাদা-কালো ব্রিগেডকে।