শেষ আপডেট: 11th January 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো : কলকাতা ডার্বির শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। গোল করলেন মোহনবাগানের তারকা ফুটবলার জেমি ম্যাকলারেন। মাত্র ২ মিনিটে মেরিনার্সরা এগিয়ে যাওয়ার কারণে বাগান সমর্থকরা কার্যত উল্লাসে ফেটে পড়েছেন।
বাগানের এই অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডকে পিছন থেকে থ্রু বল বাড়িয়েছিলেন আশিস রাই। হেক্টর ইউস্তের কাছে বলটা ক্লিয়ার করার কোনও সুযোগই ছিল না। ম্যাকলারেন ছোট্ট একটা টাচে লাল-হলুদ জালে জড়িয়ে দিলেন। তবে এখনও অনেকটাই খেলা বাকি রয়েছে। গত ৯ আইএসএল ডার্বির মধ্যে আটটাতেই জিতেছে মোহনবাগান। বাকী একটা ম্যাচ ড্র হয়েছিল।
বিশাল কাইথ (গোলকিপার), টম অলড্রেড, শুভাশিস বসু, রডরিগস, আশিস রাই, আব্দুল সাহাল, লিস্টন কোলাসো, দিমিত্রি পেত্রাতোস, আপুইয়া, মনবীর সিং এবং জেমি ম্যাকলারেন।
প্রভসুখন গিল, হেক্টর ইউস্তে, নুঙগা, হিজাজি মাহের, নিশু কুমার, সৌভিক চক্রবর্তী, পিভি বিষ্ণু, জিকসন সিং, ক্লেইটন সিলভা, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ডেভিড।
লিগ পর্যায়ের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। আপাতত তারা ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের অবস্থা বেশ কঠিন। তারা ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্টই সংগ্রহ করতে পেরেছে। গত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে তারা ৩-২ গোলে পরাস্ত হয়েছে। এবার ডার্বির মহারণে কোন দলের মুখে শেষ হাসি দেখতে পাওয়া যায়, তারই অপেক্ষা করছে দুই দলের সমর্থকরা।