শেষ আপডেট: 7th January 2025 18:44
দ্য ওয়াল ব্যুরো: সব জল্পনার অবসান। আগামী ১১ জানুয়ারি আইএসএল-এর ফিরতি ডার্বি হতে চলেছে গুয়াহাটিতে। গঙ্গাসাগর মেলার জন্য কলকাতার যুবভারতীতে ম্যাচ করা যাবে না বলে স্পষ্ট বলেছিল রাজ্য প্রশাসন। তারপরই ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে নতুন ভেন্যু নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার অবশেষে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হল।
গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হবে। আশা করা হচ্ছে, শীঘ্রই এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
সূত্রের খবর, মোহনবাগান সুপার জায়ান্ট চেয়েছিল যাতে জামশেদপুরে এই ডার্বি ম্যাচ আয়োজন করা যায়। কিন্তু, বাগানের পরের ম্যাচটাই যেহেতু জামশেদপুরের বিরুদ্ধে রয়েছে, সেকারণে এই প্রস্তাব বাতিল হয়ে যায়। এরপর দ্বিতীয় পছন্দের তালিকায় ছিল ওড়িশার কলিঙ্গ স্টেডিয়াম। কিন্তু, সেখানেও মোহনবাগান 'উইং প্লে'র সমস্যার কারণে খেলতে চায়নি। শেষপর্যন্ত, গুয়াহাটিতেই এই ম্যাচ আয়োজন করা হচ্ছে তা ৯৯ শতাংশ স্পষ্ট হয়ে গেছে। মোহনবাগানের কাছে শুধুমাত্র এই সংক্রান্ত চিঠি আসা বাকি।
চলতি ISL টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে মোহনবাগান ২-০ গোলে জয়লাভ করে। ফিরতি ডার্বিতে ইস্টবেঙ্গল যে প্রতিশোধ তুলতে চাইবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। সম্প্রতি অস্কার ব্রুজোঁ লাল-হলুদ ব্রিগেডের দায়িত্ব গ্রহণ করার পর দলটা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এই ম্যাচেও তারা জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। যদিও সোমবার (৬ জানুয়ারি) ঘরের মাঠেই ইস্টবেঙ্গল মুম্বইয়ের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে বছর শুরু করেছে।
এদিকে শেষ ৬টি হোম-ম্যাচে হারেনি মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ ম্যাচ বা নতুন বছরের প্রথম ম্যাচ তাঁরা হায়দরাবাদকে হারিয়েছে ৩-০ গোলে। আপাতত ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মোহনবাগান। আগামী ১১ তারিখ এই ব্যবধান আরও বাড়ানো যায় কি না, সেদিকেই সকলের নজর থাকবে। আর ইস্টবেঙ্গলও চাইবে প্রথমবারের জন্য আইএসএল ডার্বি জিততে। জয়ের সরণিতে ফেরার এর থেকে ভাল পথ আর কী হতে পারে।