শেষ আপডেট: 21st September 2024 23:23
দ্য ওয়াল ব্যুরো: এটাকে ভাগ্যের পরিহাস ছাড়া আর কীই বা বলা যেতে পারে। একেবারে জেতা ম্যাচ হাতছাড়া করে এল মহমেডান। শনিবার (২১ সেপ্টেম্বর) এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। কিশোর ভারতী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচ শেষপর্যন্ত ১-১ গোলের ব্যবধানে ড্র হয়ে গেল। আইএসএল টুর্নামেন্টে মহমেডানের ঐতিহাসিক জয়ের স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল।
এবারের আইএসএল টুর্নামেন্টে কলকাতার তিন ফুটবল প্রধানই অংশগ্রহণ করেছে। মোহনবাগান এবং মহমেডান ১ পয়েন্ট করে ঝুলিতে পুরলেও, ইস্টবেঙ্গলের পকেট আপাতত শূন্যই রয়েছে। রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা খেলতে নামবে। এই ম্যাচে কুয়াদ্রাত জয় ছাড়া কিছু ভাবছেন না।
যাইহোক, মহমেডান-গোয়া ম্যাচের কথায় আসা যাক। গোটা ম্যাচে মহমে়ডান স্পোর্টিং ক্লাব কার্যত দাপটের সঙ্গে রাজত্ব করেছে। ৬৬ মিনিটে স্পট কিক থেকে মহমেডানকে লিড এনে দেন অ্যালেক্সিস গোমেজ। কিন্তু, স্টপেজ টাইমে আর্মান্দো সাদিকুর গোল মহমেডানের যাবতীয় স্বপ্ন চুরমার করে দেয়। ভাগ করতে হয় পয়েন্টও।
এই ম্যাচে মহমেডানের কর্তৃত্ব যথেষ্ট স্পষ্ট ছিল। বিপক্ষের বক্সে মহমেডান যেখানে ৩১ শট নিয়েছে, সেই জায়গায় গোয়ার সংখ্যা মাত্র ১০। পাশাপাশি এই ম্যাচে মহমেডান ১৭ গোলের সুযোগ তৈরি করেছিল। তিনটে করে তো সুযোগ তৈরি করেন কার্লোস ফ্রাঙ্কা এবং গোমেজ।
গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এই শেষবেলাতেই গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছিল আন্দ্রে চেরনিশভের দলকে। এই ম্যাচেও তেমনই দৃশ্য দেখতে পাওয়া গেল। ম্যাচের প্রথমার্ধে মহমেডান একাধিক সুযোগ তৈরি করে। এফসি গোয়ার ডিফেন্সকে ক্রমাগত চাপে রেখেছিলেন ফ্রাঙ্কা এবং গোমেজ।
এই ম্যাচের প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৬২ মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে ফ্রাঙ্কাকে ফাউল করেন ওনাইন্ডিয়া। এরপর পেনাল্টি নিতে আসেন অ্যালেক্সিস গোমেজ। ইন্ডিয়ান সুপার লিগ ইতিহাসে প্রথম গোল করে মহমেডান।
এই ম্যাচের সাদা-কালো ব্রিগেডের জয় কার্যত নিশ্চিতই ছিল। কিন্তু, ৯০+৪ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। অসাধারণ একটি ক্রস বাড়িয়েছিলেন আকাশ সাংওয়ান। সেই বাড়ানো বলে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতা ফেরালেন আর্মান্দো সাদিকু। এইভাবে পয়েন্ট হাতছাড়া হওয়ার পর মহমেডান সমর্থকরা হতাশায় ভেঙে পড়েছেন।