শেষ আপডেট: 6th November 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো : আইএসএল টুর্নামেন্টে আবারও কামব্যাক করেছে ইস্টবেঙ্গল এফসি। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠে তারা ইতিহাস সৃষ্টি করেছে। এই জয় ইন্ডিয়ান সুপার লিগেও যে লাল-হলুদ ব্রিগেডকে অক্সিজেন দেবে, তা বলা যেতেই পারে। এবার 'মিশন' মহমেডান স্পোর্টিং।
আই-লিগ কিংবা কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে একাধিকবার লড়াই হয়েছে। কিন্তু, আইএসএল মরশুমে এই প্রথমবার দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। সেকারণে এই ম্য়াচে উত্তেজনার পারদ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।
এই ম্যাচের অনলাইন টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। 'বুক মাই শো' অ্যাপ থেকে আপনি এই ম্যাচের টিকিট কাটতে পারেন। কিন্তু, অফলাইন টিকিট? শোনা যাচ্ছে, বৃহস্পতিবার থেকে এই ম্যাচের অফলাইন টিকিট পাওয়া যাবে। সূত্রের খবর, সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে।
ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন টিকিট কাউন্টার এবং স্টেডিয়ামের নিরাপত্তা খতিয়ে দেখেছে। জানা গিয়েছে, এই ম্য়াচ চলাকালীন যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশাল সংখ্যক পুলিশবাহিনী মোতায়েন করা হবে। মিনি ডার্বি ম্য়াচের নিরাপত্তাকেই আপাতত সবথেকে বেশি প্রাধান্য় দেওয়া হচ্ছে।