শেষ আপডেট: 28th September 2024 17:59
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক করতে নামছে বেঙ্গালুরু এফসি। শনিবার শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে তারা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তারা খেলতে নামবে।
এর আগে চলতি টুর্নামেন্টে বেঙ্গালুরু জোড়া ম্যাচে জয়লাভ করেছে। প্রথমটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, পরেরটা হায়দরাবাদ এফসি-র। চলতি মরশুমে এই প্রথমবার তারা মেরিনার্সদের বিরুদ্ধে খেলতে নামছে।
জেরার্ড জারাগোজার কোচিংয়ে কান্তিরাভায় নিজেদের দূর্গ তৈরি করেছে বেঙ্গালুরু। গত ৯ হোম ম্যাচের মধ্য আটটাতেই তারা জয়লাভ করেছে। একমাত্র মোহনবাগানের বিরুদ্ধেই তাদের একটা ম্যাচ হারতে হয়েছে।
ম্যাচ শুরুর আগে জারাগোজা বললেন, 'প্রতি সপ্তাহে দল কেমন পারফরম্যান্স করছে, তার উপরেই জয়-পরাজয় নির্ভর করে। আমার দায়িত্ব শুধুমাত্র পরের ম্যাচের জন্য টিমকে মোটিভেট করা।'
সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'সুনীল ছেত্রীর মতো অভিজ্ঞ ফুটবলাররা দলের তরুণদের আলাদা করে মোটিভেট করবেন। এমন একজন ফুটবলার দলে থাকা, অবশ্য়ই সৌভাগ্যের ব্যাপার।'
অন্যদিকে, মোহনবাগান এই টুর্নামেন্টের শুরুর দিকে হোঁচট খেলেও, গত ম্যাচে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক করেছে। আশা করা যায়, এই জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে তারা।
ম্যাচের আগে মোহনবাগান কোচ হোসে মলিনা বললেন, 'এই ম্যাচেও ফুটবলাদের সেরা পারফরম্যান্স করতে হবে। এখনও পর্যন্ত ওরা যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। এই ম্যাচটা জিততে পারলে আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে।'
গত মরশুমের শুরু থেকে মোহনবাগান ওপেন প্লে'তে মোহনবাগান ৪৩ গোল করেছে। লিগে এটাই সর্বাধিক। অন্তত বেঙ্গালুরু এফসি'র থেকে ২৫টি বেশি গোল করেছে।
এই ম্যাচে মেরিনার্সরা অবশ্যই তাঁদের অজি ফরোয়ার্ড জেসন কামিন্সের দিকে তাকিয়ে থাকবেন। গত ম্যাচে হাইল্যান্ডার্সদের বিরুদ্ধে তিনি শেষবেলায় একটি গোল করেছিলেন।
অন্যদিকে বেঙ্গালুরু এফসি ব্রিগেডে রয়েছেন সুনীল ছেত্রী যিনি আইএসএল টুর্নামেন্ট ইতিহাসে সর্বাধিক গোল করেছেন। আপাতত বার্থোলোমিউ ওগবেচের সঙ্গে ৬৩ গোল করে তিনি যুগ্মভাবে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছে।
ম্যাচটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে।