শেষ আপডেট: 19th March 2025 23:46
দ্য ওয়াল ব্যুরো: অবসর ভেঙে মাঠে ফিরেই চেনা ফর্মে ছেত্রী (Sunil Chhetri)। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারাল ভারত। দীর্ঘ এক বছর পর এমন কোনও ম্যাচে মিলল দুর্দান্ত জয়।
২৫ মার্চ শিলংয়েই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগে আজকের এই ম্যাচের দিকে নজর ছিল সকলের। প্রস্তুতি ম্যাচ হিসেবে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণও ছিল।
তবে ম্যাচজুড়ে সকলের চোখ ছিল সুনীল ছেত্রীর পারফরম্যান্সের ওপর। অবসর ভেঙে বুধবার মাঠে ফেরেন বছর ৪০-এর এই অভিজ্ঞ স্ট্রাইকার। একটি গোলও করেন তিনি।
ভারতের প্রথম গোল আসে রাহুল ভেকের হেডে, কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ দক্ষতায় গোল করেন তিনি। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।
৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন লিস্টন কোলাসো। সেটপিস থেকেই আসে এই গোলটিও। এরপর ৭৬ মিনিটে ভারতের সমর্থকদের জন্য সেই মুহূর্ত। লিস্টনের দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন সুনীল ছেত্রী।
এই গোলের মাধ্যমে ছেত্রীর আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়াল ৯৫। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় নিজের নাম বহাল রাখলেন তিনি। তালিকায় তাঁর উপরে রয়েছেন শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও আলী দাইয়ি।
প্রসঙ্গত, ভারতীয় দল শেষবার জয় পেয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতকে হারিয়েছিল। এরপর দীর্ঘদিন কোনও ম্যাচ না জেতা দলটি মালদ্বীপের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল বলাই বাহুল্য।