শেষ আপডেট:
দ্য ওয়াল ব্যুরো : একটা সময় ব্রাজিল ফুটবল দলের প্রাণভ্রমরা ছিলেন তিনি। রোনাল্ডিনহো গাউচো। বাঁ দিকের উইং ধরে যখন দৌড়তেন তিনি, গোটা ফুটবল বিশ্বের হৃদপিন্ড কার্যত থমকে যেত। ২০১৮ সালের পর পেশাদার ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। কিন্তু, তাঁর প্রতি সমর্থকদের ভালবাসা আজও অমলিন। আর সেকারণেই এখন তাঁকে মাঝেমধ্য়ে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ খেলতে দেখা যায়। কিন্তু, এক একটা প্রীতি ম্য়াচ খেলার জন্য কত টাকা করে নেন রোনাল্ডিনহো? অঙ্কটা শুনলে অবশ্যই চোখ কপালে ওঠার জোগাড়।
ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’-এ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ব্রাজিলের এই প্রাক্তন ফুটবল তারকা এক একটি প্রীতি ম্য়াচ খেলার জন্য ভারতীয় মুদ্রায় ১ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার ৭২০ টাকা নেন। অনেকেই প্রশ্ন করেছেন, কেন এত বিশাল পরিমাণ টাকা নেন রোনাল্ডিনহো? এর একমাত্র কারণ, জনপ্রিয়তার দৌলতেই তিনি বিজ্ঞাপনদাতাদের নজর আকর্ষণ করতে পারেন। ফলে এমন একজন ফুটবলারের উপরে টাকা ঢালতেও আয়োজকরা কোনও কুণ্ঠাবোধ করেন না।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০১৮ সালে রোনাল্ডিনহো চরম আর্থিক সংকটে পড়েছিলেন। একেবারে দেউলিয়া অবস্থা হয়ে গিয়েছিল তাঁর। এরপর থেকে বিভিন্ন ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং প্রীতি ম্য়াচ খেলে আবারও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। উল্লেখ্য, গত নভেম্বর মাসে বার্সেলোনার হয়ে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলারদের বিরুদ্ধে একটি প্রীতি ম্য়াচ খেলেছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০০২ সালে ফিফা বিশ্বকাপজয়ী এই ফুটবলারের সাফল্যের পাশাপাশি রয়েছে একাধিক কলঙ্কের দাগও। ২০২০ সালে প্যারাগুয়েতে জাল সার্টিফিকেট নিয়ে প্রবেশ করার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পরে অবশ্য ১৬ লাখ ডলারের বিনিময়ে তাঁকে জামিন দেওয়া হয়। এসব দুরে সরিয়েও ৯০ মিনিটের লড়াইয়ে রোনাল্ডিনহোর উপস্থিতি আজও যথেষ্ট উজ্জ্বল।