শেষ আপডেট: 6th November 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: অন্ধকার সরিয়ে ক্রমশ আশার আলো দেখতে শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি। সম্প্রতি এএফসি চ্যালেঞ্জ লিগে তারা দুর্দান্ত পারফরম্য়ান্স করেছে। বসুন্ধরা কিংস এবং নেজমা এসসি-কে হারানোর পাশাপাশি তারা এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও উঠে গিয়েছে।
কিন্তু, দলের ডিফেন্স নিয়ে দেখা দিয়েছে একাধিক সমস্যা। ফুটবল বিশেষজ্ঞদের মতে, আপাতত লাল-হলুদ ডিফেন্সের 'কাঁটা' হয়ে রয়েছেন হিজাজি মাহের। গত মরশুমে জর্ডনের এই অভিজ্ঞ ডিফেন্ডার ইস্টবেঙ্গল ডিফেন্সে স্তম্ভ হয়ে ছিলেন। এমনকী, গত বছরের পারফরম্য়ান্সের ভিত্তিতেই ম্যানেজমেন্ট নতুন করে তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি করে। কিন্তু, এই মরশুমে তিনি দলের প্রত্যাশা একেবারেই পূরণ করতে পারেননি।
ক্লাব সূত্রের খবর, চলতি মরশুমেই নাকি হিজাজি মাহেরকে রিলিজ করে দেওয়া হতে পারে। যদিও ক্লাবের পক্ষ থেকে এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, আগামী কয়েকটি ম্যাচে তাঁর পারফরম্য়ান্সের উপর কড়া নজর রাখা হবে। তারপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
ইস্টবেঙ্গল আপাতত দলের সামগ্রিক পারফরম্য়ান্স আরও শক্তিশালী করতে চায়। এএফসি চ্যালেঞ্জ লিগে তারা যে সাফল্য অর্জন করেছে, সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। আগামী শনিবার (৯ নভেম্বর) মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। ইন্ডিয়ান সুপার লিগে দুটো দলের কাছেই এটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড জয় ছাড়া আর কিছুই ভাবছে না।