শেষ আপডেট: 16th November 2024 20:26
দ্য ওয়াল ব্যুরো: লাল-হলুদ ব্রিগেডে আপাতত খুশির হাওয়া বইছে। ইন্ডিয়ান সুপার লিগে তারা ক্রমশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। গত ম্য়াচে মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে তারা গোলশূন্য ড্র করেছে। সেইসঙ্গে ঝুলিতে এসেছে একটি মহার্ঘ্য পয়েন্টও।
তবে লাল-হলুদ সমর্থকদের মন পড়ে রয়েছে দলের তারকা বিদেশি হেক্টর ইউস্তের জন্য। চোটের কারণে তিনি আপাতত দেশে ফিরে গিয়েছেন। কবে ফিরবেন, সেই ব্যাপারেও তেমন কোনও আপডেট পাওয়া যাচ্ছিল না। অবশেষে মশালবাহিনীর জন্য এসেছে সুখবর। জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর তিনি ভারতের মাটিতে পা রাখবেন।
এদিকে শনিবার বিকেলবেলা ইস্টবেঙ্গল ফুটবলাররা জমিয়ে অনুশীলন করলেন। প্রায় এক সপ্তাহ বিরতির পর আবারও লাল-হলুদ ব্রিগেডকে মাঠে দেখতে পাওয়া গেল। তবে এদিনের অনুশীলনে অনেকেই অনুপস্থিত ছিলেন। বিদেশি তারকাদের মধ্যে একমাত্র ক্লেটন সিলভাকেই দেখতে পাওয়া গিয়েছে।
জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করার জন্য জর্ডনে ফিরতে হয়েছে হিজাজি মাহেরকে। তবে দিয়ামান্তাকোস, সাউল ক্রেসপো এবং মাদিহ তালালকেও অনুশীলনে দেখতে পাওয়া যায়নি। মালয়েশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্য়াচ খেলার জন্য জিকসন সিং এবং আনোয়ার আলি জাতীয় দলে যোগ দিয়েছেন। দেখা গেল না ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রভসুখন গিলকেও। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহ থেকে হেক্টর অনুশীলনে যোগ দিতে পারেন।