শেষ আপডেট: 29th May 2024 20:36
দ্য ওয়াল ব্যুরো: প্রত্যাশামাফিক বার্সেলোনার নয়া কোচ হ্যান্সি ফ্লিক। তিনি জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হলেন। জাভিকে সরিয়ে দেওয়ার পর থেকেই হ্যান্সির নামই উঠে এসেছিল। এদিন তিনি বার্সেলোনায় পৌঁছে ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তিবদ্ধ হয়েছেন।
হ্যান্সি ফ্লিক এর আগে জার্মানি জাতীয় দলের কোচ ছিলেন। কাতার বিশ্বকাপের পরেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তিনি সেই কাজে সফল হতে পারেননি। গত সেপ্টেম্বর মাসে তাঁর চাকরি চলে যায়। তারপর থেকেই বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তা চেষ্টা করছিলেন ফ্লিককে কোচ করে আনার। তারমধ্যে জাভির পারফরম্যান্সে খুশি ছিলেন না কর্তারা। তাঁর সঙ্গে তিন ঘণ্টা আলোচনা শেষে জানিয়ে দেওয়া হয়, বরখাস্ত করা হবে।
জাভি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘বার্সেলোনা একটা কঠিন ক্লাব। আমি ফুটবল জীবনে দেখেছি, আবার কোচ হয়েও দেখলাম এই ক্লাবের কর্তারা ঘরের ছেলেদের সম্মান করতে চায় না। তবে আমি নিজের পারফরম্যান্সে খুশি।’’
হ্যান্সি ফ্লিক দীর্ঘদিন ধরে জার্মানি দলে জোয়াকিম লো-র সহকারী হিসেবে কাজ করেছেন। তিনি বার্য়ান মিউনিখেরও সহকারী কোচ ছিলেন। এবার পূর্ণ দায়িত্বে এই অভিজ্ঞ কোচ। যিনি প্রাথমিক লক্ষ্য হিসেবে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে খেতাব জিততে চান। জাভি যেমন সিনিয়র ফুটবলারদের অনাস্থায় কোচের চাকরি হারিয়েছেন, তেমনি ফ্লিকও দায়িত্বে এলেন বার্সার অভিজ্ঞদের ভোটেই।