শেষ আপডেট: 6th November 2024 20:07
রণদীপ দে, কলকাতা: একটা সময় মোহনবাগান ক্লাবে কান পাতলেই শোনা যেত - 'শীত-গ্রীষ্ম-বর্ষা / ব্যারোটোই ভরসা।' সবুজ-মেরুন জার্সিতে দাপুটে ফুটবল খেলেছেন তিনি। মেরিনার্সরা তাঁকে ভালবেসে 'সবুজ তোতা' বলে সম্বোধন করতেন। বুধবার (৬ নভেম্বর) বাগানের সেই 'সবুজ তোতা'ই আচমকা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল তাঁবুতে পা রাখলেন।
বুধবার বিকেলবেলা ইস্টবেঙ্গল তাঁবুতে ব্যারেটো পা রাখতে না রাখতেই জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি লাল-হলুদ ব্রিগেডের নয়া কোচিং স্টাফ হিসেবে তিনি যোগ দিতে চলেছেন? যদিও ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার সঙ্গে সঙ্গেই সেই জল্পনা উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যারেটো যে ইস্টবেঙ্গলকে কোচিং করাবে, এমন কোনও সম্ভাবনাই নেই।
এদিন ইস্টবেঙ্গলে পা রেখে গোটা ক্লাব চত্বর ঘুরে দেখেন ব্যারোটো। পাশাপাশি, লাল-হলুদ মিউজিয়ামেও যান তিনি। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ব্যারেটোর হাতে একটি সাম্মানিক লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হয়েছে। দেবব্রত সরকার আরও যোগ করেন, ব্যারেটোর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভাল। আর সেই সম্পর্কের খাতিরেই মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি ব্রাজিলিয়ান লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে গিয়েছিলেন।
ইস্টবেঙ্গল এফসি-র সময়টা আপাতত ভাল চলছে। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে উঠে তারা গোটা দেশকে গর্বিত করেছে। আশা করা হচ্ছে, এই আত্মবিশ্বাস আইএসএল টুর্নামেন্টেও অক্সিজেনের কাজ করবে। আগামী ৯ নভেম্বর আইএসএল টুর্নামেন্টে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। এই ম্য়াচে জয়ের দিকেই তাকিয়ে রয়েছেন সমর্থকরা।