শেষ আপডেট: 11th September 2024 15:28
দ্য ওয়াল বুরো: আসন্ন ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগেই বড় ধাক্কা খেলেন ভারতীয় ফুটবল দলের তারকা স্টপার আনোয়ার আলি। তিনি মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে অনৈতিকভাবে চুক্তি ভেঙেছেন। আর সেকারণেই মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনোয়ারকে চার মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। করা হয়েছে ১২.৯ কোটি টাকার আর্থিক জরিমানাও।
পাশাপাশি ইস্টবেঙ্গল আগামী দুটো ট্রান্সফার উইন্ডোকে নতুন কোনও ফুটবলারকে দলে নিতে পারবে না। ভারতীয় ফুটবলে এমন শাস্তি যে যথেষ্ট বিরল, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। এই বিষয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অর্ণব মণ্ডল।
এই প্রসঙ্গে অর্ণব বললেন, 'প্রথমেই আমি বলব, একজন ফুটবলার হিসেবে এটা আনোয়ার আলির কাছে একটা বড় ধাক্কা। ওর আগেও একটা চোট ছিল। সেখান থেকে কামব্যাক করেছে। ভারতীয় ফুটবলে এখনও যে এই ঘটনাগুলো ঘটছে, তা একেবারেই ন্যক্কারজনক। ক্লাবের সিদ্ধান্তের জন্য ফুটবলারদের ভুগতে হচ্ছে। এই ব্যাপারে ফুটবলারদের আরও বেশি করে সচেতন হওয়া উচিত।'
সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, 'টাকা পয়সা তো আসবে-যাবে। ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার যদি দেখা যায়, তাহলে হয়ত সাত থেকে আট মাসই খেলা হয়ে থাকে। তারমধ্যে একজন ফুটবলার যদি চার মাস নির্বাসিতই থাকেন, তাহলে সে আর কতটা সময় খেলতে পারবে?'
তাঁর প্রশ্ন, 'ভারতীয় ফুটবলে আনোয়ার নিয়মিত স্টপার হিসেবে খেলেন। তারমধ্যে যদি চার মাস নির্বাসিতই হয়ে যায়, তাহলে সে আর কবে খেলবে? এটা অবশ্যই ওর কাছে একটা বিশাল বড় ধাক্কা। আমি মনে করি, আনোয়ারের জন্য একেবারেই এটা ঠিক হল না।'
অর্ণব মনে করেন যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ফুটবল দলের কাছেও একটা বিপর্যয় হিসেবে নেমে এসেছে। কারণ লাল-হলুদ ব্রিগেড একটা মোটা অঙ্কের টাকা খরচ করে আনোয়ারকে দলে নিয়েছিল। এই পরিস্থিতিতে ভারতের এই তারকা ডিফেন্ডার যদি চার মাস খেলতেই না পারেন, তাহলে লাল-হলুদ ব্রিগেডকে একটা বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে।
গত অগাস্ট মাসের ঘটনা। লাল-হলুদ ব্রিগেডে পাঁচ বছরের চুক্তিতে সই করেছিলেন আনোয়ার আলি। তবে ইস্টবেঙ্গল এফসি'তে যখন পা বাড়িয়ে ছিলেন, তখনই দিল্লি এফসি'র পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যে তারা কোনও ট্রান্সফার ফি দেবে না। সেই অনুসারেই তৈরি করা হয়েছিল চুক্তিপত্র। অর্থাৎ এবার যে মোহনবাগান সুপার জায়ান্টকে ১২.৯ কোটি টাকা ফেরত দিতে হবে, সেটা আনোয়ার এবং ইস্টবেঙ্গলকেই ভাগাভাগি করে দিতে হবে।