শেষ আপডেট: 13th January 2025 11:39
দ্য ওয়াল ব্যুরো: দুটো দলই খেলল ১০ জনে। আর খেলাশেষেও শেষ হাসি হাসল তারাই। একদিকে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা। অন্যদিকে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। দুই টিমই পরাস্ত করল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী টিম যথাক্রমে রিয়াল মাদ্রিদ ও আর্সেনালকে।
রিয়াল-বার্সার লড়াইটা ছিল আদ্যন্ত একপেশে। স্কোরলাইনও তাই বলছে: ৫-২। চলতি মরশুমে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নেবেউ স্টেডিয়ামে বার্সেলোনার হাতে ৪-০ গোলে হেরেছিলেন কিলিয়ান এমবাপেরা। গতকালের খেলা ছিল প্রতিশোধের লড়াই। আর সেই মেজাজই ফুটে উঠেছিল রিয়ালের লড়াইয়ে। হাই লাইন ডিফেন্স সাজিয়ে আল্ট্রা-অ্যাটাকিং ধাঁচে দল সাজিয়েছিলেন কার্লো অ্যান্সেলোত্তি। বাম উইংইয়ে ভিনিসিয়াস জুনিয়র ও ডাইনে রদ্রিগোকে নিয়ে স্ট্রাইকার এমবাপে প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তোলেন। এর উল্টোদিকে মাঝমাঠে তৈরি হওয়া ফাঁকা জমিকে কাজে লাগাতে ভুল করেননি লামিল ইয়ামালরা। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে ওঠে।
পাঁচ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর ইয়ামাল বার্সার হয়ে সমতা ফেরান। তারপর পেনাল্টি পায় বার্সেলোনা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দিতে ভোলেনি লেওয়ানডস্কি। ২-১-এ এগিয়ে যাওয়ার পর ছন্দ হারিয়ে ফেলে অ্যান্সিলোত্তির টিম। প্রথমার্ধের শেষে আরও দুটি গোল করে খেলা একপ্রকার শেষই করে দেন ব্রাজিলিয়ান রাফিনিয়া এবং আলেহান্দ্রো বালদে। সেকেন্ড হাফে গোলরক্ষক সেজনি লাল কার্ড দেখে বেরিয়ে যান। তারপর আরও একটি গোল করেন রদ্রিগো। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেননি ভিনিসিয়াসরা। এই জয়ের ফলে সুপার কাপ রেকর্ড সংখ্যক ১৫ বার ক্যাবিনেটে তুলল বার্সেলোনা।
অন্যদিকে গতকালই এফএ কাপে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেলান। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলতে নেমে শুরু থেকেই ছন্দে ছিল মিকেল আর্টেটার টিম। কিন্তু ৩-৪-৩ ছকে সাজানো ইউনাইটেড ডিফেন্সে তেমন কোনও আঁচ ফেলতে পারেননি গ্যাব্রিয়েল মার্টিনেলি, মার্টিন ওডেগার্ডরা।
Cool. Calm. Collected.
— Emirates FA Cup (@EmiratesFACup) January 12, 2025
Joshua Zirkzee fires @ManUtd into the #EmiratesFACup fourth round! ???? pic.twitter.com/0pOrgQHmQn
উলটে দ্বিতীয়ার্ধের গোড়ায় ব্রুনো ফার্নান্ডেজের গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল। এগারো মিনিট বাদে ডিফেন্ডার গ্যাব্রিয়েল সমতা ফেরান। তার দু’মিনিট আগে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ইউনাইটেডের রাইট উইং ব্যাক দিয়েগো দালো। তবু নির্ধারিত ৯০ মিনিট এবং তারপর একস্ট্রা টাইমেও গোলের দরজা খুলতে পারেনি গানার্সরা।
খেলা গড়ায় পেনাল্টিতে। জার্মান মিডফিল্ডার কাই হাভার্ৎজ পেনাল্টি মিস করেন। অন্যদিকে পাঁচটার মধ্যে পাঁচটা কিকই জালে জড়ান ইউনাইটেডের প্লেয়াররা। এই জয়ের সুবাদে এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে গেল রেড ডেভিলসরা। সেখানে তাদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পেপ গোয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি।