শেষ আপডেট: 12th January 2025 11:55
দ্য ওয়াল ব্যুরো: আরবভূমিতে বসতে চলেছে এল ক্লাসিকোর আসর। মুখোমুখি রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। পাখির চোখ সুপার কাপের খেতাব জয়। ভারতীয় সময় রাত সাড়ে বারোটা থেকে খেলা শুরু। রঙ্গমঞ্চ: জেড্ডার কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়াম।
চলতি মরশুমে এর আগে একবার মুখোমুখি হয়েছেন এমবাপে-লেভানডস্কিরা। সেবার রিয়ালেরই ঘরের মাঠে তাদের দর্প চূর্ণ করে ৪-০ স্কোরলাইনে পরাস্ত করেছিল বার্সেলোনা। হান্সি ফ্লিকের রণকৌশলের কাছে হার মানতে বাধ্য হন কার্লো অ্যান্সিলোত্তি। ২৭ অক্টোবরের খেলায় ডিফেন্সিভ হাইলাইনের জালে বারবার জড়িয়ে পড়েন কিলিয়ান এমবাপে। সেই ম্যাচে মোট ৮ বার অফসাইডের গেড়োয় আটকেছিলেন ফ্রান্সের তারকা খেলোয়াড়। এবারও কি একইভাবে পর্যুদস্ত হবেন তিনি? নাকি বাঘবন্দি খেলায় শেষ হাসি হাসবেন এমবাপে? নজর থাকবে সেদিকে।
লা লিগায় এগিয়ে থাকার দৌলতে ম্যাচ শুরুর আগেই অ্যাডভান্টেজ রিয়াল—বিশেষজ্ঞদের বড় অংশ এমনটাই মনে করছেন। অবশ্য সেমি ফাইনালে দুই টিমই বিপক্ষকে ল্যাজেগোবড়ে হারিয়েছে। রিয়ালের সামনে কার্যত উড়ে গেছে মালোর্কা (৩-০)। অন্যদিকে বার্সাও একপেশে লড়াইয়ে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে।
সুপার কাপ স্পেনীয় ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এর আয়োজন করে থাকে। লাগা লিগা ও কোপা ডেল রে-র বিজিত ও বিজয়ী মিলিয়ে মোট চারটি টিম এতে অংশ নেয়। তারপর সেরা দুটি দল মুখোমুখি হয় ফাইনালে।
উল্লেখ্য, এই নিয়ে টানা তিনবার সুপার কাপে সেয়ানে-সেয়ানে রিয়াল-বার্সেলোনা। গতবার শেষ হাসি হেসেছিল রিয়াল। ৪-১ গোলে পরাজিত হয় বার্সেলোনা। তার আগেরবার অবশ্য কাতালান ক্লাব খেতাব ছিনিয়ে নিয়েছিল ৩-১ স্কোরলাইনে। ঐতিহাসিকভাবে দুই যুযুধান ক্লাব সুপার কাপে প্রায় সমান সাফল্য অর্জন করেছে। রিয়াল যেখানে মোট ১৩ বার খেতাব ঘরে তুলেছে, বার্সেলোনা জিতেছে ১৪ বার। এবার সেই হিসেব ১৪-১৪ হবে নাকি ১৩-১৫, তা স্থির হবে আজ রাতেই।