শেষ আপডেট: 21st December 2024 21:36
দ্য ওয়াল ব্যুরো : ডিসেম্বরের শেষ সপ্তাহ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর শনিবার শহরের পারদ অনেকটাই নিম্নমুখী। যুবভারতীয় স্টেডিয়ামে কিন্তু উষ্ণতার পারদ একেবারে বিপরীতধর্মী ছিল। হবে নাই বা কেন! একেবারে অশ্বমেধ ঘোড়ার মতো এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল।
সল্টলেক স্টেডিয়ামে শনিবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। শুরু থেকে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যায়। কিন্তু, ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও গোল করার একটি সহজ সুযোগ পেয়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলার নন্দকুমার শেখর। কিন্তু, সেই সুযোহ তিনি কাজে লাগাতে পারেননি।
A quick build-up move let down by the final shot ????
— Indian Super League (@IndSuperLeague) December 21, 2024
Tune in to @Sports18-3, #StarSports3 and #AsianetPlus to watch #EBFCJFC or stream it FOR FREE only on @JioCinema: https://t.co/O7L2jMKmxT#ISL #LetsFootball #EastBengalFC #JamshedpurFC #ISLMoments | @StarSportsIndia pic.twitter.com/JQ8o6psn1V
শেষপর্যন্ত ৬০ মিনিটে খুলল ডেড-লক। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় কোয়ার্টারে তিনি ডান দিক থেকে একটা লো ক্রস বাড়িয়েছিলেন। এই পাস এককথায় অনন্য সাধারণ ছিল।
ইতিমধ্যে লাল-হলুদ সমর্থকদের একাংশ নন্দকুমারের এই ক্রস নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেছেন। আদৌ তিনি ইচ্ছাকৃতভাবে এই ক্রসটা বাড়িয়েছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সে যাইহোক, জামশেদপুরের ডিফেন্স চিরে বলটা দিয়ামান্তাকোসের পায়ে যায়। এরপর ইস্টবেঙ্গলের গ্রিক ফরোয়ার্ড কার্যত ফাঁকা গোলে বলটা শুধু বাড়িয়ে দেন। এই গোলের ৫ মিনিট পরই দিয়ামান্তাকোসকে তুলে নেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ।
এই ম্যাচ জিতে লাল-হলুদ কোচ অস্কার ব্রুঁজোও যথেষ্ট খুশি। গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পেয়ে সুপার সিক্সের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। অস্কার যে তাঁর কথা রাখতে পেরেছেন, তা ইতিমধ্যেই প্রমাণিত।