শেষ আপডেট: 12th September 2024 18:08
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা ফুটবল লিগে অপরাজেয় গতিতে এগিয়ে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) কলকাতা কাস্টমসের বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল। এই ম্যাচে জোড়া গোল করলেন পি ভি বিষ্ণু (৪৫+২ মিনিট এবং ৬১ মিনিট)। এছাড়া একটি করে গোল করলেন শ্যামল বেসরা (৪৫ মিনিট) এবং আদিল (৭৩ মিনিট)।
কলকাতা ফুটবল লিগে সুপার সিক্স পর্বের শুরুটা লাল-হলুদ ব্রিগেড যে বেশ জমকালো করল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে এই ম্যাচের শুরুতে ইস্টবেঙ্গল কিছুটা হলেও ব্যাকফুটে ছিল। ম্যাচের ২৭ মিনিটে কাস্টমসের রবি হাঁসদা ইস্টবেঙ্গলের তেকাঠিতে বলটা জড়িয়ে দেন। তবে প্রথমার্ধের শেষে কার্যত জ্বলে ওঠে মশালবাহিনী। শ্যামল এবং বিষ্ণু মাত্র ২ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে লিড এনে দেন।
৫১ মিনিটে আবারও গোল বিষ্ণুর। ইস্টবেঙ্গল ৩-১ গোলে এগিয়ে যায়। শেষপর্যন্ত কাস্টমসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন আদিল। তবে এই ম্যাচে একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে লাল-হলুদ ব্রিগেড। এই ব্যাপারটা বিনো জর্জ যে মাথায় রাখবেন, তা বলা যেতেই পারে।
এবারের কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে জয়লাভ করেছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছিল। এবার খেতাব জিততে পারে কিনা, সেটাই আপাতত দেখার।