শেষ আপডেট: 25th October 2024 19:13
দ্য ওয়াল ব্যুরো: চলতি ইন্ডিয়ান সুপার লিগে একেবারে জঘন্য পারফরম্যান্স করছে ইস্টবেঙ্গল এফসি। এবার তারা ভাগ্যের চাকা ঘোরাতে ২০২৪-২৫ এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে গিয়েছে। দেখে নিন, লাল-হলুদ ব্রিগেডের ম্যাচগুলো কোথায়-কখন দেখতে পাবেন।
প্রসঙ্গত, শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে পারো এফসি'র বিরুদ্ধে খেলতে নামবে। প্রসঙ্গত, ভারত থেকে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া যাবে।
গত অগাস্ট মাসে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ২০২৪-২৪ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু'র প্লে-অফ আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসিয়ারের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হেরে গেলেও এএফসি চ্যালেঞ্জ লিগের যোগ্যতা অর্জন করে নিয়েছিল।
২০২৪-২৫ এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গল ম্যাচের লাইভ স্ট্রিমিং ভূটান ব্রডকাস্টিং সার্ভিসের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে।
তবে ২০২৪-২৫ এএফসি চ্যালেঞ্জ লিগের সরাসরি সম্প্রচার কোথাও দেখা যাবে না। এমনকী, ভারত থেকে কোনও টেলিভিশন চ্যানেলেও এই ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখা যাবে না।
ইস্টবেঙ্গল বনাম পারো এফসি (২৬ অক্টোবর, শনিবার) - বিকেল সাড়ে চারটে
ইস্টবেঙ্গল বনাম বসুন্ধরা কিংস (২৯ অক্টোবর, মঙ্গলবার) - রাত সাড়ে আটটা
ইস্টবেঙ্গল বনাম নেজমেহ এসসি (১ নভেম্বর, শুক্রবার) - রাত সাড়ে আটটা
গোলরক্ষক: প্রভসুখন গিল, দেবজিৎ মজুমদার, আদিত্য পাত্র।
ডিফেন্ডার: প্রভাত লাকড়া, আনোয়ার আলি, লালচুনুঙ্গা, মোহাম্মদ রাকিপ, হিজাজি মাহের, নিশু কুমার, গুরসিমরত গিল, হেক্টর ইউস্তে, মনোতোষ চাকলাদার।
মিডফিল্ডার: জিকসন সিং, মাদিহ তালাল, নন্দকুমার সেকার, সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, নসিব রহমান, শ্যামল বেসরা, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়।
ফরোয়ার্ড: দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, ক্লেইটন সিলভা, ডেভিড লালনসাঙ্গা, জেসিন টিকে।