শেষ আপডেট: 29th November 2024 20:23
দ্য ওয়াল ব্যুরো : এ যেন একেবারে বদলে যাওয়া ইস্টবেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের হাতে যে দলটা ছিল, তার থেকে বর্তমান দল একেবারে আলাদা। অস্কার ব্রুজোঁ এই দলের দায়িত্ব গ্রহণ করার পরই ইস্টবেঙ্গল দলটা মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠেছে।
বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে ব্রুজোঁ জানিয়েই দিয়েছিলেন যে নর্থ-ইস্টের বিরুদ্ধে তিনি শুরু থেকেই আক্রমণের ঝড় তুলবেন। আর সেটাই দেখতে পাওয়া গেল। ম্যাচের ২৩ মিনিটে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটালেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। মাদিহ তালালের বাড়ানো ক্রস থেকে নিখুঁত হেডে দলকে লিড দিলেন তিনি।
তবে পিভি বিষ্ণু এই ম্য়াচে আলাদা করে নজর কাড়লেন। এখনও পর্যন্ত কোনও গোল করতে না পারলেও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে ম্য়াচের ৪০ মিনিটে বক্সের মধ্যে ওরামের সঙ্গে একটা বল দখলের লড়াইয়ে নেমেছিলেন বিষ্ণু। শেষপর্যন্ত তিনি বলটা কাড়তে পারেননি। কিন্তু, তাঁর লড়াকু মানসিকতা সকলের নজর কাড়ল।
পাশাপাশি নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধেও নিজের প্রতিভার প্রতি সুবিচার করলেন লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখন গিল। নর্থ-ইস্টের ফুটবলার আলাদিন আজাইরি বেশ কয়েকটা সুযোগ তৈরি করার চেষ্টা করলেও, প্রতিবারই তিনি প্রভসুখনের প্রাচীরে প্রতিহত হন।
রেগুলেশন টাইমের পর আরও ২ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলেও, লাল-হলুদ ব্রিগেড গোলের ব্যবধান বাড়াতে পারেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও বড় কোনও চমক অপেক্ষা করছে? আপাতত কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে।