শেষ আপডেট: 2nd December 2024 22:31
দ্য ওয়াল ব্যুরো : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার চলছে, তা কারোর কাছেই অজানা নয়। সেই প্রতিবাদেই এবার গর্জে উঠল ইস্টবেঙ্গল ক্লাব। সোমবার (২ ডিসেম্বর) ক্লাবের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
বৈঠকের পর একটি সাংবাদিক বিবৃতিও জারি করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেখানে ক্লাবের সাধারণ সচিব রূপক সাহা জানিয়েছেন, 'আমাদের সমর্থকদের অধিকাংশেরই পূর্বপুরুষের শিকড় পূর্ববঙ্গ তথা বাংলাদেশে অবস্থিত। দেশভাগের সময় অনেকেই এমন আক্রমণের শিকার হয়েছিলেন। এই বিষয়টি যথাযথ জায়গায় উত্থাপন করার জন্য় আমাদের কাছে প্রচুর ফোন এবং ই-মেইল আসছে।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশের যেখানেই লাল-হলুদ সমর্থক রয়েছেন, তাঁরা প্রত্যেকেই এই ঘটনাটি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। বাংলাদেশি সংখ্যালঘুদের উপর এই ধরনের অত্যাচার অবিলম্বে বন্ধ করা দরকার। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হচ্ছে, তাঁরা যেন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখেন। যাতে সীমান্তের ওপারে আমাদের মা, বোন ও ভাইয়েরা শান্তিতে বাঁচতে পারে।'
এই বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারও। তিনি বললেন, 'রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, আমরা বাংলাদেশি হিন্দুদের পাশে দাঁড়াতে চাই। অবিলম্বে এই নিপীড়ন বন্ধ করা হোক।'
এবার ফুটবলের কথায় আসা যাক। চলতি ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবে সুখের সময় শুরু হয়েছে। টানা সাত ম্য়াচে জয় অধরা থাকার পর, শেষপর্যন্ত গত ম্য়াচে তারা নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি-কে ১-০ গোলে পরাস্ত করেছে। কোচ অস্কার ব্রুজোঁর আশা, আগামী ম্য়াচে চেন্নাইন এফসি-র বিরুদ্ধেও জিততে পারবে লাল-হলুদ ব্রিগেড।