শেষ আপডেট: 19th January 2025 21:15
দ্য ওয়াল ব্যুরো : এফসি গোয়ার বিরুদ্ধে শুরুটা একেবারে ভাল করতে পারল না ইস্টবেঙ্গল। জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে প্রথম ৪৫ মিনিটের খেলা শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ০-১ গোলে পিছিয়ে রয়েছে। গোয়ার হয়ে একটি গোল করেছেন ব্রাইসন।
যদিও ইস্টবেঙ্গলের কাছেও ম্যাচের প্রথমার্ধে গোল করার একটি সুবর্ণ সুযোগ এসেছিল। কিন্তু, সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ইস্টবেঙ্গলের তারকা ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকোস। কী হয়েছিল সেই ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
ম্যাচের ২৬ মিনিটে গোল করার সুযোগ এসেছিল ইস্টবেঙ্গলের সামনে। পিভি বিষ্ণু বলটা বাড়িয়ে ছিলেন নন্দকুমার শেখরের দিলেন। এরপর বলটা নিয়ে লাল-হলুদের উইঙ্গার গোলের দিকে বলটা বাড়িয়ে দিয়েছিলেন।
আশা ছিল, দিয়ামান্তাকোস বলটা অনায়াসে কালেক্ট করতে পারবেন। কিন্তু, সেই আশা পূরণ হল না। লাল-হলুদের এই গ্রিক ফরোয়ার্ড বলের নাগাল পেলেও, বলটা ঠিক জায়গায় রাখতে পারলেন না। অবশেষে গোয়ার যাবতীয় বিপদ কাটালেন ওডেই ওনাইন্ডিয়া।
আরও একটা সুযোগ ৪৫+২ মিনিটে এসেছিল ইস্টবেঙ্গলের কাছে। বিষ্ণুকে লক্ষ্য করে বলটা বাড়িয়ে ছিলেন রিচার্ড সেলিস। কিন্তু, এই ভারতীয় ফরোয়ার্ড একটা জঘন্য ক্রস বাড়ালেন। সেই বলটা ক্লিয়ার করতে সাংওয়ানের অবশ্য খুব একটা বেশি সমস্যা হয়নি। শেষ পর্যন্ত গোল করার জোড়া সুযোগ হাতছাড়া করে আপাতত পিছিয়ে রয়েছে মশালবাহিনী।
প্রসঙ্গত, ম্যাচের ১৩ মিনিটে গোয়ার হয়ে প্রথম গোলটা করেন ব্রিস্টন। কর্নার থেকে দুর্দান্ত বলটা বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলেরই প্রাক্তন ফুটবলার বোরহা হেরেরা। সেই শট সামান্য বাঁক নিয়ে বক্সের মধ্যে চলে আসে। ততক্ষণে ব্রিস্টন অবশ্য সঠিক জায়গায় নিজেকে প্রস্তুত করে ফেলেছেন ব্রিস্টন। এরপর সেই বলে নিখুঁতভাবে মাথা ছোঁয়ালেন তিনি। প্রভসুখনের উপর দিয়ে বলটা লাল-হলুদের জালে জড়িয়ে গেল। গিল অনেকটাই সামনে এগিয়ে আসার কারণে বলের নাগাল পাননি।