শেষ আপডেট: 28th December 2024 06:09
দ্য ওয়াল ব্যুরো : চলতি ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত কামব্যাক করেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁর কোচিংয়ে তারা অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। আপাতত লক্ষ্য সুপার সিক্স। লাল-হলুদ সমর্থকদের আশা, তাদের প্রিয় দল এই টার্গেট অর্জন করতে পারবে।
ইতিমধ্য়ে শোনা যাচ্ছে, কলকাতা ডার্বির আগে ইস্টবেঙ্গল ক্লাবে নাকি নতুন একজন বিদেশি যোগ দিতে চলেছে। নাম অ্যাশলে কফে। এই ব্রিটিশ ফুটবলার নাকি ফিনল্যান্ডের ফুটবল লিগে খেলেছেন। যদিও এখনও পর্যন্ত ক্লাবের সঙ্গে কোনও চূড়ান্ত কথাবার্তা হয়নি।
৩১ বছর বয়সি এই ফুটবল ফিনিশ লিগে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। সূত্রের খবর, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর সঙ্গে নাকি একপ্রস্থ কথাবার্তা এগিয়েছে। এই আলোচনা আদৌ ফলপ্রসূ হয় কি না, সেদিকেই তাকিয়ে রয়েছে মশালবাহিনী।
প্রসঙ্গত, ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন মাদিহ তালাল। জানা গিয়েছে, এই চোটের কারণেই চলতি আইএসএল মরশুমে তিনি আর খেলতে পারবেন না। তবে অস্কার আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি তালালের পরিবর্ত ফুটবলারের নাম ঘোষণা করা হবে।
শনিবার (২৮ ডিসেম্বর) হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। চোটের কারণে দলে থাকতে পারবেন না মহম্মদ রাকিপ। কার্ড সমস্যা রয়েছে হেক্টর ইউস্তেরও। এই ম্যাচ থেকে লাল-হলুদ ব্রিগেড ৩ পয়েন্ট নিয়েই বছর শেষ করতে চাইবে। ইতিপূর্বে মোহনবাগান এবং মহমেডান বছরের শেষ ম্য়াচে জয়লাভ করেছে। ইস্টবেঙ্গলও সেই খাতায় নাম লেখাতে পারে কি না, এখন সেটাই দেখার।